ছোট্ট বেলার সেই দিনগুলি
আজো পিছু ডাকে
নগ্ন পায়ে উদোম গায়ে
মরা নদীর বাকে।


কলমী গাছের ঝোপের ধারে
ইছরে পাকার দল
কাদা মাখা বদন খানি
যেন রুপালী ঝলমল।


হিজল গাছের মগডালে ঐ
শালিক পাখির বাসায়
চোখ ইশারায় ডাকছে আমায়
মোহনীয় কোন আশায়।


বরাগ বিলের ঘোলা জলে
সাঁতার কাটার ছলে
দুরন্ত সেই দুপুর বেলা
বাধ না-মানা জলে।


করচ শাখের ছায়ার নীচে
ঐ সবুজ বিছানায়
সম্মোহনী বাঁশের বাঁশি ডাকে
আমায় সুখের ঠিকানায়।


শেষ বিকেলে খেলার মাঠে
সব ছেলেদের দল
সবাই মিলে কি আনন্দ
আহা! শান্তি অবিচল।


গোধূলির ঐ আবছা পথে
চোখে ঝাপসা লাগে
রাখাল ছেলে বাড়ি ফিরে
রাত্রি শুরুর আগে।


ফেলে আসা সোনালী দিন
মুছে যাবার নয়
এই বাংলার আকাশ বাতাস
মনের কথা কয়।