শুনো হে সুপুরুষ!
তব সৃষ্টি স্রষ্টার কৃপা কেন ভুলে যাও?
শক্তি সাহসের বড়াই ছেড়ে সঠিক পথে ধাও।


কারিগরের দয়া অসীম
নারী-পুরুষ,  কুকুর বেড়াল সকল ইতর প্রাণী,
যে কোন দলে দিতে পারতো বিধাতা যে মহা জ্ঞানী।


শুনো হে সুপুরুষ!
শক্তির দম্ভে করুণা ভুলে নিয়েছ বেছে যে অসম কোণ,
আজ যাকে ধর্ষণ করিলে আমুদে সে তোমারই বোন।


ভেবে দেখ একবার,
চলার পথে লোলুপ চোখে যে মাংস করো অবলোকন,
বড় হয়ে কেন ভুলে যাও ও দুটো তোমার মায়ের স্তন।


বিবেক কি বাধে না!
উঠতি বয়সের উচ্ছল তরুণী টিজ করো অকারণ,
ঘরে ফিরে দেখ তোমার বোনের চোখ দুটি সকরুণ।


শুনো হে সুপুরুষ!
যে মেয়েটা মান বাঁচাতে আজ টানলো জীবন ইতি,
কেন ভুলে যাও ভাবত সেও নারী পুরুষ সম্প্রীতি।