একটি ভাঙ্গাচোরা মন ভাড়া দেয়া হবে!
আছে জীর্ণ-মলিন সেঞ্চুরি আসবাবের বাহার,
ডান করিডোরে অদৃশ্য বিষমাখা তীরের আঘাত
প্রখর রবি রশ্মির মতো চকচকে বামটি তাহার।


একটি পাঁচ রঙা মন ভাড়া দেয়া হবে!
রংধনুর সাত থেকে খসে পড়া সাদা আর নীল,
শুভ্রতার খুঁজে চলমান সময় নদীর মোহনায়
এখনো বহমান মৃদু স্রোতে মিতালী মুখর মনোবিল।


একটি বর্ষীয়ান বটবৃক্ষ ভাড়া দেয়া হবে!
বয়সের ভারে নেতিয়ে পড়া জীর্ণ-শীর্ণ  শাখা পল্লব,
অনেক দূর প্রান্তেও ছড়িয়ে রয়েছে শেকড়বাকড়
সীমাহীন অত্যাচারেও কখনো মানে নি পরাভব।


________________আবু কওছর