মন পবনের নাও
দেখেশুনে বাও,
উজান-ভাটি সুতার টানে
না করিও রাও।


আসা যাওয়া ক্ষন
দেখিও লগন,
অসময়ে হয় না সাধন
বৃথা আলোড়ন।


সত্য-মিথ্যার বেসাতি
কে বুঝে সে ক্ষতি,
দিন শেষে শূন্য ঝুলি
দোষ কি নিয়তি?


ভালো-মন্দ দিশারী
বেহুঁশ চাতুরী,
জনবল নাই বাদশাহ
অথর্ব  কাছারি।