সত্যের মৃত্যু নাই, মহৎ কাজে তাই
মিথ্যা আপাত সুখ, রাতের পরে নাই।
              সত্য এমন আলো, পথের দিশা দেয়
              মিথ্যা পথের কাঁটা, বিবেক শোষে নেয়।
জগতে যত ধর্ম, সততার জয়গান
সত্যের মর্ম বাণী, সর্ব যুগে মহীয়ান।
              কপট লোক যত, নিজ কপালে তীর
               মিথ্যা সাধনে কভু, হয় না কেহ বীর।
মহান যারা ভূঁয়ে, আপন স্বার্থ ভুলে
সেবার ব্রত নিয়ে, সত্য দিলেন তোলে।
               জীবন শেষে সব, অচল শক্তি সমর
               বেঁচে থাকবে কর্ম, সত্য রইবে অমর।