প্রাণ খুলে কথা বলো হাসি মাখা মুখ
মলিন বদনে হাসি উবে যায় দুখ।
কাঁদো কাঁদো থাকে মন দীপ নাহি জ্বলে
কাছে আনে জরা ভয় দুখ পলে পলে।
কটু কথা কারো কভু প্রাণে নাহি সয়
কথার আঘাত বুকে চির দিন রয়।
চলনে বলনে থাকো নম্র ভদ্র অতি
মানব সেবায় আছে বিধাতা সুমতি।


জীবনে জীবন গাঁথা একে অন্যে ধারা
সার্থক জনম তার সেবা রত যারা।
অবোধ অলস যারা পিছে পড়ে থাকে
সারাটি জনম যায় হায় হায় শোকে।
আলোর সোপান ডাকে দুই হাত তোলে
ভালো কাজে মন দাও সব ব্যথা ভুলে