শ্রাবণের সন্ধ্যায় ঝুমবৃষ্টি, বাইরে
কফির ধোঁয়ায় চিন্তা হারায় আমার


বৃষ্টির সুর, কী যে মধুর!
বৃষ্টি বাজায় নূপুর- মধুমাখা জ্যোৎস্নায়


সাকুরা তোমার কাছে মিনতি,
মায়াবী জ্যোৎস্নায় ভিজি দুজনে;
ছাদটা উন্মুক্তই আছে মনে হয়


বর্ষামুখর শ্রাবণসন্ধ্যাটুকু চেয়ে নিলাম তোমার কাছ থেকে