যদি আমার সত্ত্বাকে সস্তা না ভেবে
নিবিড় ভালোবেসে দৃঢ় বিশ্বাস প্রত্যয়ে
বাবার ঐশ্বর্য অট্টালিকা প্রস্থান ক'রে
নিঃশ্বাস ফেলো
আমার স্বর্ণ-লতা ঘেরা কাঁচা ঘর খাসা নীড়ে,
তব বিশ্বাস করো আমায় সখী-
যুগ যুগ ধরে অমর প্রেমিকের মত
টোপর ক'রে রাখবো আজীবন ধরে।
পৃথিবীর সুখ লুটাবো তোমার পদতলে,
নিজ উজাড় মনে, নতশির ব্রত করে
সংযত হয়ে সকাল সন্ধ্যা পূঁজো দিব
তোমা মাঝে তোমাকেই প্রতিমা ভেবে।
সকাল-সন্ধ্যা হোক'না বৈকাল নিবিড় প্রভাতে
প্রতি ক্ষণে ক্ষণে
তুষ্ট হয়ে ভুলে যাবে দুঃখ কারে বলে।
যেখানেই যাই সঙ্গে করে নিয়ে
যাবো তোমাকে বগল ডাবা করে।
ভূবনে আলো-বাতাস, চন্দ্র-সূর্য, গ্রহ-নক্ষত্র
সব মুগ্ধ হবে মোদের ভালবাসা জয়-গানে।