তুমি যদি দিতে পারো আমায়
এক চিলতে রোদ,
তোমার অবচেতন ক্ষনে আমি
দেবো সুক্ষ্ম বোধ।


তুমি যদি দিতে পারো আমায়
ফাগুন দিনের গান,
সুখ ছড়িয়ে দেবো তোমায়
না চেয়ে প্রতিদান।


তুমি যদি দিতে পারো আমায়
কবিতার সব ভাষা,
নিশ্চই দেবো এক জীবনের
সকল শুদ্ধ ভালোবাসা।


ভেবেই দেখো সত্যিই কি আর
বেশি চাইছি আমি?
তোমার কাছে তুচ্ছ যেটা
আমার কাছেই দামি।