যদি জাঁগে, যদি জাঁগে তৃষ্ণা হৃদয়ের
গভীরে; তোমারই পিয়াসে; গোপনে,
তবে কি গাইবনা প্রেমের লিপি বন্ধ
চোখেতে গুনগুনিয়ে, অনুভবের পীড়াতে?
দহন জ্বালায়; বিরহ বেদনায় দেবনা কি সুর
ভিতরের লিপিকায় সিক্ত ধারাতে?
তবে কি বেদনার অমৃত মালায় বুনবনা
গীতিকা; তোমারই নামের কুসুম চয়নে?
দিও সে প্রেম ফাগুন মেখে; পলাশের আবিরে
পূর্ণ রাঙিয়ে, প্রকাশের কিরণেতে,
সকল অহংকার পুরিয়ে শশ্মানে; তোমারই
নামের পুণ্য বিভূতির অঞ্জলিতে,
নত হয়ে ভিতরে-বাহিরে, তোমার চরণের
অমৃত রজে হব গুনাতীত সকল দানে,
তবেই এই ব্যথার শিখা জ্বলবে সে প্রেমেতে,
নিশিদিন বেদনায় বিরহের পুলকে।
যদি জাঁগে, যদি জাঁগে প্রেম তোমারই মনের
এমন দানে, হৃদয়ে আমার ফুল ফুটিয়ে,
দেব সে ফুল তোমারই হৃদয়ে পূজার থালে
সকল পুণ্য, যদি থাকে; পূর্ণ অর্পণে,
তুমি দিও স্থান হৃদয়ে; আবরণ সব সরায়ে;
মুখরিত গীতির সংগীত মালাতে,
ক্ষণে ক্ষণে উঠুক গীতি বেজে; চরম সুরে পরম
দোলায়, দোলে দোলে আনন্দ লহরীতে।
যদি জাঁগে, যদি জাঁগে ভয় শেষের গানেতে,
বিদায়ী ছন্দে গভীর শূন্যে হাহাকারে,
এসো তবে অভয়ের সুধায়, গরল তবে হবে
অমৃত; এ নিমন্ত্রনের নিঠুর চরম সত্যে,
অনন্ত দুয়ারে সংসার অন্তে দাঁড়িয়ে তুমি দু'হাত
বাড়ায়ে সিক্ত চোখে শ্রাবন বর্ষনে,
সকল তাপে, সকল পাপে তোমার মধুর স্পর্শ দিয়ে,
আমায় রাঙাতে পলাশ রঙে।