কতবার শুরু হল নতুন করে;
ভোরের আলোয় দীপ্ত আভায় প্রাণ খুঁজে,
কোথায় আর পূর্ণ হল, কবিতার শেষ চয়ন;
রঙে রসে; গন্ধপুষ্পে, প্রকাশে,
কেমন হঠাৎ বেজে যায় শেষের ঘন্টা,
নতুনের চরম তিয়াস হেরে,
তাইতো আমার মনের কুসুম রইল
ডালেই কুঁড়ি হয়ে জীবনধরে; পথ চেয়ে,
কোথায় আর ছিটল সে দল, পূর্ণ সে মঞ্জুরিতে;
বিকশিত কমলে হৃদয়সলিলে?
কোথায় আর পূর্ণ হল কবিতার সিক্ত স্নান
প্রেমের সরোবরে, সকল প্রাণ ভিজে,
আমিই যাই দূরের আকাশে তার অন্বেষণে,
পথের মাঝে পথ চলাতে জীবনের ঐ জালে,
বারেবারে কাছে এসেও ভুলি পথ কিসের টানে;
কোন সে পথের বন্ধ্যা ধারাতে;
কোথায় আর ফুটল ফুল তোমার সেই
পুণ্য কুসুমে, হৃদয়ঘাটে তোমায় নিবেদন,
কোন সে স্পৃহার গোপন তৃষায় হারি
আমি বারেবারে, তোমার নীরবতায়,
তবু তুমি দাঁড়িয়ে প্রেমে নিমন্ত্রনের মালা হাতে,
জগতসভায় বিভূতি দানে,
বলনি কখনো দহন জ্বালা মুখটি খুলে,
অভিযোগ আর অনুযোগের চয়নেতে,
তবে কি তুমি নীরব হয়ে থাকবে বসে যুগে যুগে,
যদি আমার হয়গো বিকাশ শেষে,
নতুনের শেষ সীমানায় তোমায় গেঁথে
হৃদয়হারের সকল ফুলে, তোমায় নিবেদনে,
পূর্ণ হতে জীবনরথে, প্রাণসলিলের সেই
লহরীর জোয়ারেতে তরী ভাসিয়ে তবে,
সমাপনের শেষ কবিতা যেন লিখি সে
ভাষাতে, সকল অভাবের মধুর অবসানে।