ঘড়ির কাঁটা বারোটা ছুঁতেই
খোলা বুকে মাথা রেখে নিবিড় সুখ খুঁজেছিল
প্রেয়সির পরম বিশ্বাস,
কি যে মধুর সে স্বর্গক্ষণ
চুলের মিষ্টি গন্ধে মাতাল তৃষিত নিঃশ্বাস।
কি যে পরম সে ভাল লাগা ভালবাসার শিহরণ।
তারপর কেশরের কোমলতা ফুড়ে
মাথাচাড়া দিয়ে ওঠা দুটো মানুষ অন্যরকম,
ভাললাগার বিস্তৃতি সর্বাঙ্গ ছুঁয়ে
নগ্নতা মিশে যায় মিলনের পূর্ণতায়।
ভালবাসার পরম আবেশে মধুর আলীঙ্গন।
অপ্রত্যাশিত ভাবে দুজন দুজনাকে
কাছে পাওয়ার সেদিনটি ছিল
মেরি ভ্যালেন্টাইন’স ডে- বিশ্ব ভালবাসা দিবস।
সময়ের আবর্তনে দুঃখের অবগাহনে
আজ বিস্মৃতির আড়ালে সুখের স্মৃতিরা
কান্নার জলফোটাতে দূর হতে
ধুয়ে দেয় দেবির চরণ, বাকরুদ্ধ ক্রন্দনে।
দীর্ঘশ্বাসের নীচে চেপে রাখা হাহাকার
জীর্ণ পাচিঁলের পলেস্তরায় প্রতিধ্বনিত হয়ে
আবার নিজের কাছেই ফিরে আসে বারবার,
স্বপ্নেরা লঙ্ঘিত হয় বেদনার পেষ্টনে-
আজও ভালবাসা দিবস এ-কারণে।
সুখের বিবর্ণ রঙে ইচ্ছেরা মলীন
কষ্টের আর্তনাদ অমানিশাময় জীবন যাপনে।
অন্য কারো নগ্নতায় প্রেয়সীর নিজেকে নিভৃত
করার কল্পিত দৃশ্য যখন ভেসে ওঠে ভাবনায়,
তখন বুকের গভীরে কষ্টগুরো কেবল রং বদলায়
খোলস পাল্টিয়ে আরও ত্যাজী হয় বিষাক্ত সাপ,
তখন মনে হয় ভালবাসা নয়, এ ভালবাসা নয়,
সবই যেন অবিমৃশ্যকারীতার অভিশাপ, অভিশাপ!
আলো নয়, আলো নয়, তিমির অন্ধকার,
ধিক্কার দিয়ে বিবাগী মন নিজেকে ভাবে কুলাঙ্গার
যার দুর্ভাগা জীবনে ভালবাসার কিংবা
ভালবাসা পাওয়ার নেই কোন অধিকার,
ভালবাসার মানুষ তাই আজ অন্যের ঘরে
অন্যের কামাগ্নিতে পূর্ণতা পায় তার শৃঙ্গার।
হায়রে ভালবাসা! নিয়তির উপহাস!
হায়রে ভালবাসা! প্রবঞ্চনা পরিহাস!
কোথাও রেশমি চুলের দোলাতে লজ্জা
পায় ফাগুন হওয়ার হিল্লোল,
পত্র মুকল সবুজ হাসি প্রাণোদনা
পায় জলের সিঞ্চনে,
কোথাও আবার ঝরা পাপড়িকে
পিষ্ট করে যায় শুভ্র পদতল,
স্বপ্নেরা বালিয়াড়ির মত ভেসে যায়
ক্ষণজন্মা জোয়ারের প্লাবনে
তাতে কি আসে যায়?
ভালবাসা বলে যায় অবিকল ইতাহাসের মত
বুকের পিঞ্জরে দীর্ঘশ্বাসের আস্ফালনে!
ভালবাসা রয়ে যায় আমরণ
একান্তের অনুভূতিতে- বুকের মাঝখানে।
বিষন্ন বেলা সবই যেন হেলাফেলা
অসংখ্য মানুষের ভিড়ের মাঝেও
নিরন্তর একেলা এ আর্ত পথচলা।
বুকের গভীরে সযতনে আগলে রাখা
সেই মিষ্টি স্মিত মুখখানা
দূরে থেকে বুকে পুষে কতটা তীব্র
যন্ত্রণা কোন মানুষ জানেনা,
যেখানে রাত্রিরা আলতো চরণে ভোরের পানে
পদযাত্রায় জীবন খোঁজে ঊষার আসমানে
ভালবাসার কলতানে মুখর হয় সারাবেলা।
ইচ্ছেরা গুমরে কাঁদে অন্যের শৃঙ্খলে
কপোত কপোতির ভিড়ের মাঝেও কেউ একেলা।
ভুলে থাকতে পারেনা বলেই মন আত্মভোলা।
ভালবাসা তাই তবুও ভাল লাগে,
শত দুঃখ যন্ত্রণার মাঝেও ভালবাসা বেঁচে থাকে
ভালবাসার মানুষের ভাবনা থাকে পুরোভাগে,
আশীর্বাদ উজ্জীবিত থাকে প্রার্থনায়,
ভালবাসার মানুষের শুভ কামনায়
ভাল থেকো বন্ধু, ভাল থেকো ভালবাসায়।


*কবি উপরোক্ত কাব্যতে নষ্ট ভন্ডামী দেহ ভোগ বিলাসী ভালবাসার কঠোর বিদ্রোহীতা প্রকাশ করেছেন এবং প্রকৃত ভালবাসার অনুভূতি উপমা ফুটিয়ে তুলেছেন।