অন্ত নয়ন চাহিয়া দেখি সামনে মোর চয়ন
ঘোর সন্ধা সিগ্ধ বেলা সূচনা আল হামারা
মামুন ছিলো সামনে তার পেছনেতে আমি
মৃদু মৃদু হাসে সে লজ্জা তাহার ভারী
সে দিন ছিলো শেষ মাঘ, শীত গিয়েছে বাড়ী
ছেলেটি ছিলো নক্ষত্র সম মিষ্টি কথার ঝুড়ি
ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে রয় আমার দিকে
মায়াবী দৃষ্টি অগচড়ে দিগন্ত হাসে
মিষ্টি মুখের হাসিতে কদম দূলছে বাতাসে
কলম দিয়ে করলাম বরণ উপকৌঠন হিসাবে
বৃষ্টির জল ফোটাফোটায় বয়ছে মনোকুঞ্জে
রকস্টার দৌড়ে রেড়ায় সর্বাঅঙ্গে।
গিটারের সুরে মিলিয়ে যায় আজানায়
স্বপ্ন উকি ঝুকি মারে তার বদ্ধ জানালায়
বাবা মায়ে আদরের বড় ছেলে
চিন্তা চেতনায় হাতরে বেড়ায় ঝাপিয়ে
দোয়া করি অন্তস্থল থেকে আদরের
ভাই আমার সৈয়দ তানভির চয়ন
জীবন হোক স্বপ্নমুখর মাতা পিতার সাথে
সারা জীবন সুখে রেখো সকলকে।


রচনাকালঃ
নিজ বাসভবন
মধ্যবারাকপুর, দিঘলিয়া
খুলনা।
তাং ২৮ মার্চ ২০১৯ ইং
     ১৪ চৈত্র ১৪২৫ বাং