ধোঁয়াশা পথ, চারিদিক শুন্য
জনমানবহীন একটি এলাকা,
কল্পনার একপর্যায়ে মেঘের
দেখা পেয়েছি


মেঘে আলতো হাত বুলিয়ে যাই
ছোঁয়া যায় কিন্তু ধরা যায় না
এ এক অন্যরকম অনুভূতি
তারপরও একটি শূন্যতা


মেঘ ছেড়ে এবার পাহাড়ের বনে
চারিদিক সবুজ আর নীরব
সবুজে হারিয়েছি


আচ্ছা ঝর্না থাকার কথা
খোজা যাক, ঝর্না খুঁজতে গিয়ে
পাহাড়ের অনেক উচুতে আমি
একদম চূড়ায়


মনে হলো বিশ্ব জয় করেছি
চূড়া থেকে প্রকৃতি অস্বাভাবিক সুন্দর!
এটা কোথায় দেখেছি মনে হয়?


ওহ.! এখানে তোমার আমার
আসার কথা ছিল
কি আর করা
বাস্তবে না হোক কল্পনা তে ঘুরে যাই।


একটি নদী দেখা যায়
সাথে অনেক নৌকা
মাঝি নেই আশেপাশে


এটি অনেকটা ডাকাতিয়া নদীর মত
একপাশে পাকা সড়ক
অপর পাশে স্বচ্ছ নদী
আমি নৌকা বেয়ে যাই


দুরে অজানায়
নদীর সাথে এঁকেবেঁকে
অনেক দুরে, তুমি আমার
সঙ্গী হতে পারতে


কল্পনায় তোমাকে খোজা হলোনা
হেটে রওনা হওয়া যাক
তোমার শহরের রাস্তা গুলো আমার চেনা
কল্পনায় অপরিচিত মনে হচ্ছে


মাঠে পাশে পাঁচতলা বাড়ি ছিল
কিন্তু এখানে চারিদিক ধুসর
সামনে একটি বাগান দেখা যায়
সাথে অনেক হলুদ গোলাপ


আমি জানি বাগান টি তোমার


তোমায় দেখতে পাবো
অনেক দিন পর,হৃদপিণ্ডের কম্পন
ধীরে ধীরে বেড়ে যাচ্ছে


ভেবেই দেখো না
কতদিন দেখা হয়নি
স্পর্শ হয়নি


যত এগুচ্ছি কম্পন বেড়ে চলেছে
কিন্তু এ কি..!
তুমি নেই


তাহলে কি আবার অদেখা ফিরে যাব?
এবার অনশন করবো
তোমাকে দেখতে না পেলে


আজ তবে দেখেই ফিরবো