মানূষের এ জীবন,
দেখো বসে হিসাব কষে, করো স্বরন,
বিধাতার এক অসীম অপার নেয়ামত ও করুনার দান ॥
মানূষ নাকি সৃষ্টি কূলের সেরা,
চারিদিকে মিথ্যা মন্দ, আলো ও ভালো আর আঁধারে ঘেরা,
আসলে কিনা তাই, করিতে তা যাচাই, আর রাখিতে তার যথাযথ মান ॥
কত সহস্র শত পরীক্ষা,
প্রতিক্ষন প্রতিনিয়ত উঠা বসায় কত পাঠ কত শিক্ষা,
দমেদমে কথায় কাজে বলায় চলায় এ ভূবন বিশ্ববিদ্যালয় দিচ্ছে সকল দীক্ষা,
শশী রবির কিরণ,
ফসলের মাঠে ঢেউ খেলানো সমীরণ,
অন্নজল ফুলমধু ফল যখন যার যাহা প্রয়োজন,
এ মাটি বিছানো শীতল পাটি পরশ মধুর খাটি বিধির চরণ,
সাগর অকূল অতল, সাগর নদীর আর বুকভরা তার জোয়ার ভাটার জল,
খুটিহীন অসীম নীল আকাশ,
রাজার রাজ্যে করে খেতি চাষ বসবাস,
দেয় বুকভরা বল আর অটল অবিচল বিশ্বাস, শিখায় হতে তার অনূগত দাস হতে মহান ॥
সকল মানূষ আমরা সবাই,
এক ছাতার তলে, লালিত একই অন্নজলে, সকলে সবার ভাই,
এক বিধাতার সৃজন মোরা বাহিরে যেমনই হোক সাদাকালো ভিতরে কোন তফাৎ নাই,
শুধু ভাষা ও বচন কথোপকথন,
অনূভবে চেতনায় একই সুখ বিনোদন ও কষ্ট বেদন,
তার সকলই ভালো, ভিতরে যদি বহমান রহে আলো, একই নয়ন ও মন একই দেহ প্রাণ ॥
বিশ্ব ব্যাপী যত মুসলমান,
রয়েছে যেথা বৌদ্ধ হিন্দু ইহুদী ও খৃষ্টান,
সব মানূষ সকল জীব মহারাজা ঐ বিধাতার মেহমান,
এইতো সে চান, সবাই সবারে করিবে আদর কদর ও সম্মান,
নহে কোন বাধ কিবা বন্ধন ঘের, সকলের ভাষা ও ধর্মের সমঅধিকার দান,
ঐ মানূষে শেষ হিসাবে শেষ বিচারে কেমনে পাবে ত্রান, দায় অবসান, রাখিবে অপন মান,
খবর লবে, দরদী হবে, কষ্ট আপদ সমস্যা প্রয়োজন, করিবে তা পূরণ, করিবে লাঘব ও সমাধান,
মানূষের দায় নাহলে আদায়, পরের অধিকার শোধ, কিসের মানবতা বোধ, লোকেই শেষে বলিবে পাষান,
দুঃক্ষ সুখের এ জীবন দুদিনের, যেতে হবে তার কাছে ফিরে ফের, মরনে শুধু জীবনের নহে ইহলোকের অবসান ॥
একই বিধাতার এক পরিবার,
আপন সৃজন লক্ষ হাজার প্রজাতীর নানা উদ্ভিদ, প্রাণী ও পদার্থ পোষ্য তার,
মানূষ শ্রেষ্ঠ সবার, একই পিতামাতা আদম ও হাওয়ার, বিশ্বজোড়া এক সংসার, শত সহস্র লক্ষ কোটি সন্তান ॥
মন ও মনন,
চিন্তা কিবা দরশন,
সবাই সবার সমাজ ও পরিবার আসন,
সবার দৃষ্টিভংগী ও মানষিকতার হোক উৎকর্ষ সাধন,
জমিনে তার মেহমান, সদা পায় যেন সমান সেবা আদর কদর ও যতন,
সাবধান খবরদার,
করোনা কারো প্রাণ সংহার,
আপন অবস্থানে মর্যাদা ও অধিকার,
বাকীতে নয়, পায় যেন নগদে পাওনা যে যার,
রেখো মনে লাগি অন্যজনে রয়েছে কিছুনা কিছু দান তার,
ছোট করে দেখোনা, আছে মন প্রয়োজন দুঃক্ষ কষ্ট বেদনা, ক্ষুদ্র পিপিলিকার,
শির নত করে সবাই গুনগান করে তার, শুধু যার যার পূজার প্রথায় তার রয়েছে ব্যাবধান ॥
মূর্খ পন্ডিত বিদ্যান,
দীনহীন, কূলীন, উঁচূ জাত ও ধনবান,
যাই ধর্ম পেশা কর্ম্ম হোক যার,
থাক বা নাথাক বল কোন রুপ গুন ও বাহার,
নিখুঁত বিধান ও বিচার মহান বিধাতার, তার কাছে জগতের সব মানূষ জীব সবাই সমান ॥
বাদশাহ গোলামে নাই কোন পক্ষপাত,
কর্ম্মের দোষগুনে তার হিসাবে ও ওজনে হবে তফাৎ,
বৃথা যাবেনা কারো পাওনা, পাবে নায্য সঠিক শাস্তি পুরস্কার যাই হোক যার প্রতিফল প্রতিদান ॥
শুধু নিত্যদিনের কাজে ও কথায়,
লোক সমাজে মানূষ কদর ও সমাদর পায়,
ইহলোকে যেমন মানূষের কাছে মিলে ঢের সম্মান,
তেমনি পরলোকে রাজার কাছেও আছে তার শ্রেষ্ঠ মহান প্রতিদান উপহার মহামূল্যবান ॥
বড় হতভাগা কে তুমি ভাই,
আজও আপন পরিচয়টুকু কেনো জানো নাই,
ভিনদেশী মুসাফির কি কাজে কদিনের লাগি এসেছ এখানে তাই,
জানা নাই ঠিকানা, পথটা চেনা, তবু কেন নাহি কোন পেরেশানি তাড়না, আবার শ্রেষ্ঠ হবার বড়াই,
অ দিকহারা পথিক,
করো কিছু দান, কেন শুধু ভোগের হিড়িক,
কি চাওয়া তব আর কতটুকু পাওয়া তার হয়েছ নিশ্চিত সঠিক,
কর তার সন্ধান, এখনই জেনে বুঝে শিখে চিনে, বিনাদামে ঝোলা ভরে লও কিনে হও লাভবান ॥