হে মহান,
করো মোরে দান,
আমি তোমার, সব সৃষ্টির শ্রেষ্ঠ হবার, যোগ্যতা ও অধিকার যেন পাই ॥
কানায়কানা ষোলআনা,
শত স্বপ্ন আশার মোহ জালবোনা,
বিশ্বাস তো আছে তবে,
জানিনা কেমনে তা প্রমান করাতে হবে,
কত দোষত্রুটি ভূল নাহি তার কূল, অন্যায় অপরাধ রয়েছে আমার,
হে প্রভূ আমি করছি স্বীকার, আমার কোন সৎকাজ করার কিবা তার সাধ্য শক্তি নাই ॥
কেমনে আমি,
জানিনা হবো দামী,
হতেতো চাই সৃষ্টির সেরা,
চারিদিকে মোর সীমানার বেড়া,
দেখি চারপাশ মিথ্যা মন্দে ঘেরা আমি যেদিকে তাকাই ॥  
তুমি অতী কাছে, ভিতরে ও বাহিরে,
গোপনে নিরবে তব বড়ত্বের জয়গান আমি গাহিরে,
নহে সব পিছল ও কন্টকময়, কেন তবু মাঝেমাঝে মনেহয় পথ বুঝি আর নাহিরে,
কেমন নয়ন দিলা,
অক্ষম ও অধম করে কেন রাখিলা,
মহারাজার গোলাম, তারই বাজারে তবু কেন আহারে, তারে দেখিতে নাহি পাই ॥
দিলে কেমন মন,
করে অযথা কত জ¦ালাতন,
তাড়না দেয় ও আমারে তাড়ায় সারাক্ষন,
নাই লাগাম, নাইরে রাখাল, খোলা মাঠে অবাধ বিচরণ,
ডানে বললে বায়ে যায়,
আমারে বুঝাতে শেখাতে চালাতে চায়,
মানেনা মানা, শোনেনা বারন তাই আমি যেন অসহায়,
ধরে কত বায়না, মানানো যায়না, পারিনা আমি তারে বুঝাই ॥
বেঁচাকেনায় রত,
হলে মোর মনের মত,
সব চাওয়া পায়না বলে হয় মর্মাহত,
দুধ বেঁচে মদ কিনে খায়,
হিসাবের খাতায় বাড়ছে দেনাদায়,
অচেতন ঘূমে কিবা নেশার ধূমে জীবন চলে যায়,
এমন বেহায়া বেয়ারা বেয়াদব যার মনটা, তার আবার কিসের বড়াই ॥
পরিচয় ও ঠিকানা,
ওরে না থাকিলে কারো জানা,
কেমনে হবে দেখা, সেতো চোখ থেকেও কানা,
তেল নেই শুকনো সলতে,
আলোহীন একটা বাতি লয়ে হাতে,
অচিন দেশে, অজানা পথে আমি দিনেরাতে,
হে মহাজন,
পেতে করুনা, করিতে আরজি আকূতি ও নিবেদন,
অধম গোলাম দীনহীন, লয়ে মাথাভারী ঋন, তোমারে খুঁজে বেড়াই ॥
সাধ্য কি কিছু আমি করি,
মিনতি তব দরবারে চরনে পড়ি,
আমি বেঁচে রই, ধন্য অমর হই, কিবা মরি,
ঐ আকাশে, তোমার বাড়ীর পাশে, একটা প্রাসাদ গড়ি,
নাহলে তুমি যাহা চাও,
আমারে দিয়ে তবে তুমি তাহা করাও,
আমি দুহাতে জড়ায়ে ধরিব, লাফিয়ে পড়িব, কায়ঃমনে করিব তাই ॥
মম শত শুভ ইচ্ছে সাধ বাসনাগুলি,
উড়েনা পাখনা মেলি, এখন আর দেখিনা খুলি,
হাত গুটিয়ে হায়, রেখে দিতে মন চায় কেন তব সব রঙতুলি,
তব ইচ্ছে হলেই ওরে, কিছু ভাল কাজ করে, আমি ধন্য মহান চীরতরে ভাল হতে চাই ॥
এক বিশাল ধূ ধূ বালুচরে,
কি হবে ফুলের বাগান গড়ে,
যেথা জল নাই, তৃনদল গেছে মরে,
জমেছে ধূলির আস্তরন, মলিন হয়েছে মরিচা পড়ে,
তুমি না চাহিলে, তব ইচ্ছে না হলে,
ঐ আকাশে মাটিতে জলে, কিছু কি কভূ ফলে,
সবকিছু যায় বিফলে, তব ক্ষমা ও করুনা তলে না পেলে না হলে ঠাই ॥
এক নগন্য অধম দাস,
লয়ে বসে আছি বুকভরা বিশ্বাস,
তুমি না করালে লেখাপড়া করেও কেউকি হয় পাশ,
দমেদমে প্রতিক্ষনে প্রকাশে গোপনে প্রতিদিন আজীবন বারমাস,
তুমি কি তাই চাও,
করিবে পার আমার ভাংগা নাও,
তুমি না চাহিলে কভূ হয়না কিছুই আর,
তবে তাই হোক, তুমি যদি চাও মোর পরাজয় হার,
তোমার ইচ্ছে যেমন কেউ নাই তাহা রদ করা কিবা ফিরাবার,
তব ক্ষমা ও করুনার আধার, যেথা শত নেয়ামত আর অপার দান ভান্ডার,
হে মহান, তব ইশারায় নিমেষে সৃজন পলকে খানখান, তাতেই তুমি দিবে একখান রাঙা পাল উড়াই ॥
কত আদেশ নিষেধ হয়নি মানা,
দুটি চোখ থেকেও ছিলেম এমনই কানা,
হয়নি দেখা, এত পড়েও হয়নি শেখা চেনাজানা,
তব করুনা ছাড়া, নিরুপায় দিশেহারা, শত ধনে ধনী যারা, ন্বিঃস্ব সবাই ॥
লুকানো বুকভরা,
শত গোপন দুঃক্ষ জরা,
কষ্ট হতাশা হামেশা করে তাড়া,
যারা ন্বিঃস্ব শূন্য অসহায় নিরুপায় ও কি চায়,
তুমি ছাড়া কেজানে তারা, কে কোন আপদে সমস্যায়,
তুমি না দিলে কোথা পায় শক্তি সাহস বল,
সাধ্যহীন সাধ বাসনা সকলই সবার অর্থহীন বিফল,
ডানে কিবা বায়ে ঘূরি, কোথা পাই একদম, এক পা সামনে চলি,
ঝলমলে পথ, এগিয়ে গিয়ে দেখি কন্টকছড়া আঁধারে ভরা এক সরু চিপা গলি,
সবইতো দেখো জানো, কি নাই কি চাই সব কথা ইতো গোপনে তোমারে বলি,
তুমিইতো আমার মালিক মহাজন, প্রভূ শুধু একজন, সকল আশা ও বল অহংকার গর্ব বড়াই,
ভূল হলে দাওনা বলে, নাওনা টেনে তোমার খাস গোলামের দলে, আমার চলার পথটা ঘূরাই ॥  
করিতে ও গড়িতে চাই কতকিছু,
কেন শুধু পিছুটান, কে যেন মোরে টানে পিছু,
হে বিশ্বপতি,
হবেকি তোমার সদয় মতি,
দাও চক্ষু দেখিবার হে মহারাজ,
তুমি না দিলে কেমনে আমি করি কোন ভালো কাজ,
দীনতা আর হতাশা মোরে ঝাপটে ধরে কাবু করে দ্বিধা ভয় সংসয় লাজ,
করিতে নহে রাজ্য জয়, ধনের পাহাড়ও নয়, আমি তোমার শুধু ক্ষমা ও করুনার মোহতাজ,
সেইতো আমার উপহার অলংকার পাথেয় চলার, মহারাজার কুটুম হয়ে বেড়াতে যাবার সাজ যদি পাই ॥
দেখিতে মন চায়,          
সাজানো তব সারাটা দুনিয়ায়,
মহা অপরুপ সৃজন কি আছে ঢাকা কোথায়,  
চাঁদ সুরুজ আর দূর সীমানার তোমার শত কোটি তারকায়,
যদি একবার তার টিকেট পাই, সব ঘূরে দেখিবার তোমার হাওয়াই মেঘের গাড়ীতে চড়াই ॥
নাইবা পেলাম কিছু আর,
হয়েছি আমি গোলাম তোমার,
এই দুনিয়ায় নাই আর কিছুই চাওয়ার,
তব সম কেহ নাই, কিবা আর কোন ভাগিদার,
সবারে হিসাব দিতে হবে রাজার কাছে তার দেনাপানার,
দুনিয়ার যত রাজা বাদশাহ উজির, মহাযোদ্ধা বীর সবাই হবে অসহায় অধীর না পেলে ছাড়,  
তব চীর সত্য বাণী, যেটুকু আমি জানি ও মানি, শিরে ও বুকেতে লয়ে টানি, সবারে তাই আমি যেন বলে যাই ॥