মনরে - তোর মনকে বল,
আপদে ও নিদানে রবে সদা অবিচল,
আমি হবো একাই একশ, গড়ব এমন একটা বিজয়ী দল ॥
যদি তোর ডাক শোনে কেউ না ই আসে,
মরবি কি তুই, হাটুতে মাথা থুই, বসে থেকে হতাশায় হুতাশে,
কোথাও নেই কেউ,
কূলে এসে আছড়ে পড়ে বড় বড় ঢেউ,
অথই পাথার, নাই তার কূলকিনার, অবিরাম শুধু টলমল আর ছলাতছল ॥
আসে আসুক দূরন্ত বাদল ঝড়,
শক্ত করে হাল আর পালের ঐ রশিটা ধর,  
যখন যেখানে তার পিরীতির টানে সেইতো বাড়ীঘর,
আর দেরী নয়, নেই কোন ভয়, এখনই যাত্রা শুরু কর,
বাকী সবাই পর, সেইতো আসল আপন, সংগী ও বন্ধুরে তর,
ভাবনা কি, দুঃখের পরে সুখ আর আলোভরা দিন আছে তিমির রাতের পর,
নাহলে না বুঝিলে, শেষে অন্ধকারে খাবে গিলে, এ সফর তোর হবেরে বিফল ॥
পেতে খুঁজে পার,
সাহসে এখনই তর তরীটা ছাড়,
পারি ধর দরিয়ার ঢেউয়ের কাছে না মেনে হার,
ঈষান কোনে কালো মেঘ দেখে তার, করিসনে তুই মনভার দেখে ঐ ভয় দেখানো ঝড়বাদল ॥
হাত তুলে বল কে কে যাবি,
গেলেই ঐপারে তুই কত কিযে দেখতে পাবি,
রসেভরা বাসনা মাতাল করা রাঙা পাঁকাআম কত খাবি,
ঝড়ের পরে, অগনিত মাটিতে আছে পড়ে, দুহাতে ঝুড়ি ভরে তাই কুড়াবি,
সঞ্চিত সম্ভার, পেতে ডিঙিয়ে আয়,
না হলে প্রাণপণ চেষ্টা, কেউকি রতন পায়,
গহীন বনানী আর আকাশ ছোয়া পাহাড় ও উচ্ছল সাগর ভরা জল ॥
আবু হকে ডেকে বলে,
ওরে আয় একটুখানি বিশ্বাস হলে,
অন্ধ দ্বিধা ভয়ে না টলে, মন্দ লোভ মোহেতে না গলে, আমার সংগে চল ॥
হবে সাধন, পাবে তার সন্ধান,
পথ ফুরালে বসে গাছের ছায়াতলে, শোনাব ঐ গান,
দূর্বার ঐ কাফেলা,
নেই আলস্য ঘাম, অবিরাম ধেয়ে চলা,
নাই ক্লান্তি নাহি চাই কোন বিশ্রাম, বেলা কি অবেলা,
অল্প সময় কেন আর অপচয়, হেন অবহেলা যেন এক ছেলেখেলা,
লভে অমূল্য ধন সাহসী মন, সম্বল যার অটল বিশ্বাস আর বুকের আশা মনের বল ॥
দেখা হলে বলব তারে,
কি পূরস্কার কেউ যদি জিততে না পারে,
না পৌছাতে ঐ দিগন্তে মাঝপথে দূষমনে তাকে মারে,
বলশালী ক্ষমতাবান,
বিদ্যান পন্ডিত ও ধনবান,
মানূষ নামের অমানূষ বর্বর পাষান,
সবাই ধীমান, কে বুঝাবে আর কে রুধিবে কারে,
সবখানে সারাবেলা চলে শুধু ঐ দৌড় খেলা কে জিতে কে হারে,
সামনে ধনের বিশাল পাহাড়,
পিছনে মরন করছে পায় পায় অনুসরণ তার,
সেইকি জীবন ওরে, লভিতে বিত্তধন আর শুধু ভোগবিনোদন করে এত কষ্ট আর কূট কৌশল ॥