হয়ত নিজেই জানিনা, আমার লক্ষ্যটা কি আর, আসলে কি আমি চাই ॥
কি বলে মন,
কেন প্রতিদিন সারাক্ষন,
চুপেচুপে কথা বলে চোরের মতন,
হয়ে রঙের ফানুস যেন উড়ো উড়ো সারাক্ষন,
কানে কানে মন্ত্রনা দেয়,
তাড়া করে আর দূর বাহিরে টেনে নেয়,
অযথা অকারন যদিও তার নেই কোন প্রয়োজন, কিবা অভাব অনটন নাই ॥
বিত্তবেসাত ধন,
আদরের ছেলেমেয়ে গন,
একটা বাড়ী আর একখানা গাড়ী,
সাজানো সংসার যৌবনবতী পরমা সুন্দরী নারী,
রাজপুত সম সুজন সুপুরুষ উত্তম স্বামী,
বউটা তার চোখ ফিরানো ভার রাজকন্যার চেয়ে নহে কমদামী,
তবু কেন দেখি, ভেবে মরি একি, কেন ভরেনা তাদের মন আমি বুঝিনা তাই ॥
আপন ভূবনে,
নিরব নিঝুম গহীনে,
মনেহয় যেন তারা ঐ দুজনে,
নিজেরে লুকায়, কি যেন ঢেকে রাখিতে চায় গোপনে,
আসলে যেন কেউ সুখী নয়,
করছে সবে সুখ আর ভালবাসার অভিনয়,
কেনযে এমন হয়, এমন টাতো হবারই কথা নয়,
বড়ই কঠিন কাজ মানূষ চেনা, আজব ঐ মনটা কেনা আর পাওয়া তার আসল পরিচয়,
কেজানে কার বেঈমান অকৃতঞ্জ ধোকাবাজ মন লুকিয়ে আছে বহুরুপী বেশে কোথা যাই ॥
মনেতে কত শূন্যতা,
কত নাবলা কথা বাণী ও বারতা,
কিছু নাই আর, নাহি যার কোন বন্ধু আপন কেউ,
কিছু কষ্ট আবেগ ও ক্ষোভ কিছু লোভ কিছু না পাওয়ার চাঁপা ঢেউ,
তবু হেন দীনতা কেন, এতকিছু ঢের যেন পূরো একসের দুহাতের নাগালে পাই ॥
সবইতো আছে,
কানায় কানা আমার কাছে,
সবাই কি রাজা হয়, ফল খেতে পারে বসে গাছে,
অতী লোভে তাতী নষ্ট, কানা ইতো শুধু হয় পথভ্রষ্ট, যদি শেষে সব হারায় পাছে,
কোথা সুখ পায় তারা ভাই, এ জগতে যার কিছু নাই কেউ নাই, কেন সেদিক পানে তারা দেখেনা তাকাই ॥
সংগী রংগী বন্ধু আরও একজন,
চোরের মত খোঁজে চঞ্চল বেহায়া কলুষিত এই মন,
আরও টাকা চাই আরও ধন, প্রয়োজন আরও বেশী ভোগবিনোদন,
হাতছানি দিয়ে যেন ডাকে, নিতে চায় টানি লুলুপ চোখে চেয়ে থাকে, করে তারে জ্বালাতন,
চোখের ক্ষুধা মনের ক্ষুধা,
নাজানি নদীর ঐ পারে, কত মধু কত সুধা,
পেয়েছে যাদুর নেশা ভাংগিতে ঘর করিতে বন্ধুরে পর জনমের জুদা,
বুক ভরা আছে সুখ,
কেন তবু তার লাগি মন মাতাল উম্মুখ,
চোখে দেখেনা এমন শত কামনা ও বেসামাল বাসনার ভিড়,
খুঁজে পেতে দেয়না, শান্তিসুখের ঠিকানা ছোট্ট একখানা, স্বপ্ন আশার মায়াময় ছায়া নীড়,
ভাবে সবে, ক্ষুধাতুর তৃষিত আত্বার হবে আর কবে, শান্তি সুখের নিরাপদ ঘের ঐ আশ্রয় কিবা ঠাই ॥
নিজের ঠিকানা ও পরিচয়,
নিজেই খুঁজিয়া বাহির করিতে ও জানিতে হয়,
নাহলে তার ভরাডুবি হার ও পরাজয়, কথাটা মিথ্যে নয়,
আপদ আর নিদান, অনন্ত অসীম অফুরান, কষ্ট ও দুক্ষ যাতনাময়,
যেজন একাজে বিফল, তার ষোলআনা ফাঁকি সমূলে রসাতল, তুমি কি তাই করেনি যে তা কভূ যাচাই বাছাই ॥
জীবন মানে অনেক চাওয়ার কিছটাু পাওয়া,
এই ভূতলে, আলো আর ভালোর অদেখা অথই ফটিক জলে ডুবিয়ে নাওয়া,
পরের তরে গিয়ে ঘরেঘরে সৃজন-পালন কর্তা বিশ্ব বিধাতার বাণী ছড়িয়ে দিয়ে মরনের কোলে হারিয়ে যাওয়া,
এমন মহাবীর সেনাপতি মানূষগন,
যতই বিদ্যান হোক, রাজ্য জয় কিবা লাভ সিংহাসন,
দেখেছি ক্ষয় দেখেছি লয়, বিশাল রাজ্য আর অসীম ক্ষমতার অবক্ষয় ও অধঃপতন,
রাজার হয়না তারে খুঁজে পায়না বলে, আবার তবে আজব এ ভবে, ভিখেরী প্রজারও হতে পারে হয় সাধন,
আপন মনের উপর নাই দখল, করে তার পাখনা বিকল, দিয়ে পায়েতে বেড়ি শিকল বাঁধন এমন কঠোর শাসন নিয়ন্ত্রন,
নশ্বর এ জীবন হয় বিফল,
নির্মম নিস্পেষন করেছে কালের পদতল,
আসল নহে তারা মানূষই নকল, আছে কোন্দল তবু তারা নির্ভীক শত দল, কেমনে তবে আবার শ্রেষ্ঠ হবার করে বড়াই ॥