পর্ব - ০১


করিতে শোধন দোষিত মন ও শরীরের উত্তম ব্যায়াম এই নামাজ ॥
ডানা মেলে উড়ে চলা মন আর,
লাগি অবাধ্য ও গুনাহ্গার এই দেহটার,
কানুনের বাঁধন আর পোষমানা ঐ মাটির খাঁচাটার,
অসীম নীলে আর গহীন সাগর তলে অন্বেষণ তৃতীয় নয়নটার,
পেতে দরশন সাধিতে সাধন খোলা সব দুয়ার দেখাজানা ও শেখাচেনার,
সুন্দর জীবনে বাঁচার সরল পথ,
রাজবাড়ীতে যাবার কল্পনার এক উড়ন্ত রথ,
এ দুনিয়ার সবচে বড় ইবাদত, মানুষের সব কাজের শ্রেষ্ঠ সহজ কাজ ॥
অদৃশ্যমান,
বিশ্বপতি চির মহান,
সারা দুনিয়ায় বিরাজমান,
নামাজ সেতো আর কিছু নয় জিকির ও গুনগান তার,
পোষ্য গোলাম হয়ে প্রভুর বশ্যতা ও পূঁজার,
সহজ সরল পথ জীবনে প্রাপ্তী ও মরণে মুক্তি ও শান্তি পাওয়ার,
সেযে একজন, সকল রাজার রাজা মালিক মহাজন ত্রিভুবনের মহারাজ ॥
মেনে নিলাম,
আমি স্বীকার করিলাম,
আমিযে তার এক নগন্য অধম গোলাম,
দাসখত দেওয়া এক অধম ‍দাস,
তার জমিনে কে বলে কিনে করুণায় বসবাস,
না দেখে তার অস্তিত্ব আর ঐ মহাক্ষমতায় করে বিশ্বাস,
ভিনদেশে মুসাফির বেশে ভ্রমণে এসে বানিজ্য ও ক্ষেতিচাষ,
কেউ লাভবান হয়েছে শ্রেষ্ঠ মহান, আপন দোষে কারোবা চরম সর্বনাশ,
প্রজা হয়ে রাজ্যে তার,
লভে শত দান ও নেয়ামত আর,
ধনজন ও ভোগবিনোদনের যত সুখ সম্ভার,
আবু হকে কহে কেউই মালিক নহে দুদিনের এক ইজারাদার,
বেঁচাকেনার ঐ পূরো ব্যাপারটাই ধোকার, শুধু এক ভোগদখলের অধিকার,
যারা নিজেরে বুদ্ধির ঘেরে ভাবেন চতুর যায় বহুদূর রঙমাখানো এ জগতটা শুধু ঐ বোকার,
আর যারা বিচক্ষণ ও ধীমান তারা নিত্য মিলান তার,
দুই দুনিয়ার বেঁচাকেনা ও লাভক্ষতির ঐ হিসাবখান,পানাদেনা ও চাওয়া পাওয়ার,
এ জগত ভুবন আমার জীবন ও ধনজন সবকিছু যার,
আপদে নিদানে ও জীবনের সব প্রয়োজনে সুখবেদনে আস্থা ও নির্ভরতায় হওয়া তার করুনার মোহতাজ ॥


পর্ব - ০২


রাজার গোলাম কত ভাগ্যবান,
দৃষ্টি নিথর ও নিশ্চুপ অটল দন্ডায়মান,
কাঠগড়ায় এক অপরাধী আসামীর সমান,
নিত্য পায় তার দেহ ও আত্বার শুদ্ধি অভিযান,
হই বা না হই আমি বিদ্যান ধনবান ও ক্ষমতাবান,
ঐ রাজার কাছে তবুও রয়েছেযে তার অনেক সম্মান,
হয়ে নানা অনটন আর গুনার চাপে অধীর ও পেরেশান,
গোলাম তোমার দরবারে হাজির হে প্রভু স্রষ্টা ও পালক মহান,
এ পূঁজাতো শুধু কিছুক্ষণ,
মোর দেহমন গড়ে দাও করে এমন,
মোর জীবনের যেন নিত্যদিনের হয় মহা পুণ্যময় তব এ অধম গোলামের সব কাজ ॥
আমি অন্তরে গাহি যার গুনগান,
আর দিচ্ছি সদা মোখেও বলে তার স্বাক্ষ্য প্রমাণ,
হে খোদা মেহেরবান,
করো তোমার ক্ষমা ও করুণা দান,
গোলাম তোমার পেতে চায় শান্তি, মংগল ও কল্যাণ,
আমার পূঁজার অর্ঘ্য নিতে, মালিক এ মহাবিশ্বটার এখন আমার সামনে বর্তমান,
কখনও হয়ে নতজানু,
ঢেকে সারাদেহ শ্বেত কাপড়ে হতে টাখনু,
ভক্তি ভরে নতশিরে দেহমনে তার চরণে পড়ে, বান্দা হতে চায় পূত পবিত্র ও ভরপূর তরতাজ ॥
নিরবে সরবে কথা বলি,
কথা শুনি, বাণীগুলিও মেনে চলি,
ডাক শুনে ছুটে যাই সিজদায় পড়ে নিত্য পাঁচবার,
শান্তি সুখ ও বিজয়ের একটাই পথ তা সদা বলে বেড়াই ও করি অংগীকার,
দোষত্রুটি ও ভুলের ক্ষমা চাই,
যার অপার করুনায় মাখলুকের কাছে না মেনে হার ডিঙিয়ে পাহাড় মোরা বাঁচি খাই,
যেথা দেহ ও আত্বার পরিমল শান্তি ও শুচিতা খুঁজে পাই, মহারাজার তরে সেইতো আমার নামাজ ॥
নামাজ মানে সিজদা,
যারা মিথ্যা মন্দ আর ভুলের শৃংখলে বাধা,
এই সিজদায় মানুষ হয়ে যায় এমন কত জানোয়ার গরু ও গাঁধা,
সিজদা মানে কায়ঃমনে চায়,
জীবন সেতো দুই দুনিয়ায় রয়েছে ছড়ায়,
গোলাম যখন সকাতরে তার ঐ মহান দরবারে যায়,
একটাই ঠাই একজনই দাতা যেথা না চেয়েও কতজনে কতকিছু পায়,
জীবনের লাগি প্রতিদিন প্রতিক্ষণ আমরণ যা প্রয়োজন তা অঢেল পাবার আশায়,
রলেও চক্ষু বুজা অনেক দূরে গহীনে অন্তরালে যেজন দেখিতে পায় তার অংগীকার ও দায়,
এমন একটা সহজ কাজ, যা জীবনে এনে দেয় এক সুখ-শান্তি ও পরম পুণ্যময় আলো ও ভালোর সাজ ॥


পর্ব - ০৩


এ মন ও দেহটার হাজিরা আর,
সিজদা মানে পূঁজা দাসখত ও অংগীকার,  
এ জীবন ধনজন আরাম ও বিনোদন কিছুই নয়যে আমার,
সুখে-দুঃখে আজীবন বারোমাস একরাজার গোলামীর পণ করিলাম স্বীকার,
সবই তার অপার করুনার দুদিনের ধার,
শুধু পাপ আর পুণ্যটা ছাড়া মরণে যায় সকলই হারিয়ে যার,
এ দেখা দরশন,
স্রষ্টা ও তার সৃষ্টিরে লয়ে গবেষণ,
অনুভবে চেতনায় খাটিয়ে তব দেমাগ ও মনন,
না হলেও অনুক্ষণ মাঝেমাঝে একাকি নির্জনে বসে কিছুক্ষণ,
আবু হকে বলে, জীবনটারে জানতে হলে তৃতীয় নয়নে তারে একবার ভাল করে দেখা দরকার  ॥
ঐ সব মিথ্যা ও মন্দগুলি,
দুহাতে পানিতে ধূয়ে ও ঝেড়ে ফেলি,
বারবার ফিরে আসা, যত ঐ সর্বনাশা গুনাহগুলি,
রাজার সংগে থাকা ও তার সংগী হওয়া,
সে আলো ও ভালোর পরশ অদেখায় সারা মনেগায় মাখিয়ে লওয়া,
সব শূন্যতা ও দীনতা ঝেড়ে,
কোন মিথ্য, মন্দ ও কষ্ট কিবা হতাশার কাছে কভু না হেরে,
নিঝুম গহীনে পরম পাওয়ার ঐ পুণ্যতা পবিত্রতা ও পরিপূর্ণতার রোশনী ভরা সে এক আসমানী সাজ ॥
তার ঐ রশিটা ধর,
নতুন ছাঁচে জীবন গড়,
সব বিশ্বাসীরা নামাজ পড়,
ভালো কথা বলো ভালো কাজ কর,
সত্য বলো সুপথে চলো তবেই হও আরও বড়,
হও আসল মানুষ সাচ্চা ইনসান,
হওয়া চাই খাটি ঈমান ও আসল মুসলমান,
না হতে মরণ কর সবে পণ হতেই হবে সাধন, ওরে কাল নহে আবু হকে কহে এখনই আজ ॥
নামাজ চালু করো ঘরে,
ছোটবড় সবাই যেন নামাজ পড়ে,
আর তুমি যেন তার ওরে অনন্ত মহাকাল ধরে,
পুণ্য পেতেই থাকো শান্তি ও মজার ঘুমে শুয়ে থেকে কবরে ।
লক্ষ তোমার উত্তরাধিকারী,
যারা মহাকাল দিচ্ছে ও দিবে জীবন-মরণ পারি,
না রহে তোমায় ভুলে না যায় দূরে কভু তারা তোমারে যায়গো ছাড়ি ।
বংশানুক্রমে মহা যুগযুগান্তর,
আলো ও ভালোর বাহক হয়ে অযুত লক্ষ কোটি বছর,
ঐ দায়টা মাথায় লয়ে জনম জনম দায়ী হয়ে, চলবে দুনিয়ায় আসা যাওয়ার এ সফর ।
এ হলো রাজ্যে আমার,
হোকনা সে যতই বড় গুনাহগার,
হলে বিবি ও কোন সন্তান তার নেককার,
ক্ষুদ্র দানে কিবা তুচ্ছ উছিলায় সে পেতেও পারে বিশেষ ছাড়,
এমনি কতজনে বিধাতার ক্ষমা ও করুণার কারণে হয়ত হয়ে যাবে সব ঘাট পার,
এই নামাজ, বেহেস্তে যাওয়ার লাগি আর চীরকালের পুণ্য হাছেল করার অতি সহজ বিধান ও রেওয়াজ ॥


পর্ব - ০৪


হও বিধাতার খাস গোলাম,
তাহলেই পাবে তার খাস কুটুম হবার দাম,
কথায় ও কাজে সত্যবাদীতা ও চির শান্তিসুখের নামইতো ইসলাম,
বিনামূল্যে চিরস্থায়ী মালিকানার বিশাল বাড়ী রংগরসে ভরা বিপরীত সংগী ও অনন্ত ভোগ আরাম,
তবেই সে হবে তার ও সংগে রবে হয়ে দরদী বন্ধু সাম, একবার পেলে তার মন ও খোশ মেজাজ ॥
অ ভাই বন্ধুগন,
হইওনা তার বিরাগ ভাজন,
তবে কষ্টে আপদে নিদানে ভরিবে তব এ জীবন,
রঙীন ভুবন ও সাজানো এ সংসার, মনে হবে সবে পর আর যেন এক ধূসর পোড়াবন,
হবে বড় অসহায় নিরুপায়,
দিশেহারা পেরেশান সঠিক দিক হারায়,
যে বিধি করুনার মহা দিলদরাজ, যদি বর্ষিত হয় তোমার মাথায় তার ক্রোধ ও ক্ষোভের বাজ ॥
পরহেজগার ও মোত্তাকি হয় নামাজী,
আল্লাহর সবকাজে সে থাকে হয় খুশী ও রাজী,
পরম বিশ্বাসী হয়,
করে তাকে না দেখেও ভয়,
বেশী সয় ভার বয় তবুও আশায় রয়,
চেয়ে কিছু না পেলেও হতাশ বা বিমর্ষ নয়,
ত পেতে যেচে ও মেগে লয় আর রণেও জয়ী হয়,
হলেও আশাভংগ না পেলেও সুখরংগ ভাবেনা তা পরাজয়,
সদা ভালো হতে পণ,
চাহে মন সাধিতে বিপুল পুণ্য সাধন,
হতে এমন এ সবই শিখায় নামাজ, আসল মানুষ হবার সাধনায় সাধন যেন না হয় কোন দ্বিধা সংকোচ ভয় লাজ ॥
সে ইতো পায়,
কভু নাহি হারে রিপুরে হারায়,
আকাশের ঐ বিশাল প্রাসাদ বাড়ী,
অতুল অরুপ রঙবাহার যার বেশুমার কাড়িকাড়ি,
হেথা উঠিবার কোনদিকে সিড়ি, যেথা বারোমজায় ষোলসুখে সম কিছু নেই এ ধরণীর বুকে সাজানো পরিপাটি ভাজ ॥


পর্ব - ০৫


জানো কি পরিচয় ঐ এক খোদার,
সবার বড় আর এই দুনিয়াটা যেই রাজার,
ঐ নামাজ মানে এই সিজদা, অতিশয় পছন্দ হয় তার,
বিশ্বজোড়া বেশুমার গোলামের এই নামাজ পড়া খুশী ও করুনার লাগি যার,
সপ্ত আকাশ সপ্ত জমিনের একক মালিকানা যার ও যিনি তা করেছেন যতনে তৈয়ার ॥
আগুনের তৈয়ারী বলে তার ঐ অহংকার,
বিধাতার বানানো সকল ফেরেস্তার ছিল সে সরদার,
মাটির আদমকে সিজদা করতে বুঝি তাই করলো সে অস্বীকার,
অমান্য করায় মহাবিশ্বপতি বিধাতার ফরমান,
অবাধ্য আযাজীল ফেরেস্তা হারালো তার নিজ মর্যাদা ও সম্মান,
কি ভেদ খোদার,  নিমেষে হয়ে গেলো সে মানুষের চির দুষমন ইবলিশ শয়তান,
অভিশপ্ত তার ঐ জীবন, তাই বুঝি সে করিল পণ, জাহানের সব ইনসানেরে সে বানাবেই গুনাহগার ॥
রে শয়তান, সাধ্য কি তোর হয়েছিস নিজে ছারখার,
তুই কি জানিস ওরে, মূল্য কত মানুষের একখান সিজদার,
হতে পারে যেথা হার, বৃথা সব চাল তোর ষড়যন্ত্র আর কুটিলতার ।
আছেনি ওরে তোর জানা এক রাজার,
পরিমাপ কত তার এত বড় এই রাজ্যটার,
কত রায়ত গোলাম ও পোষ্য রয়েছে তার,
বেহেস্ত কেন বেশী, হবে সামাণ্য ছাড় ও ইচ্ছাতে তার,
ঐ পরিমান কিবা সীমানা কত বিশ্বটার মালিক বিধাতার করুণার,
ধরে তার ঐ রশিটা কষে, অদেখা হাওয়াই গাড়ীতে বসে, নিমেষে সব ঘাট পার ।
পাশ-ফেল ঠক-জিত কিবা হার,
দিয়ে বাড়িয়ে বা কমিয়ে পাপ ও পুণ্যটা কিবা তার শাস্তি পুরস্কার,
হও তৈয়ার,
বিশ্বাস ও নির্ভরতার,
ঝালাই করে লও টুটা ও ফুটাগুলি তার, লবেন ইমতেহান ঈমান, সবর ও নামাজটার  ॥  
রেখেছেন সদা খুলে,
ইচ্ছে করেই নহে তা ওরে ভুলে,
দয়াময় বিধাতা তার,
ক্ষমা ও করুণার যত সকল দুয়ার,
রয়েছে মহারাজার এই অংগীকার,
এ সিজদায় ধন্য জীবন হতেও পারে জাহানের সবার,
নবীজী দাড়িয়ে আছেন ওরে, তার সব উম্মতেরে করিতে অকূল দরিয়া পার,
খুশী হয়ে বিধাতায় ওরে সব গুনাহ মাফ করে, গোলামেরে তার দিতেও পারেন বেহেস্ত উপহার ॥
শুধু একবার হলে তা কবুল,
সমকিছু নেই যার সকল পূঁজার আধার সেরা ও মূল,
পাহাড় সমান পুণ্য জমা হতে পারে ক্ষমা সব দোষত্রুটি অপরাধ ও গুনাহ ভুল,
এক সিজদায় পলকে কঠিন নিদানের সবঘাট পার,
বান্দা হোক যতই গুনাহগার, শুনেছি তার লাগি নাকি রয়েছে বিশেষ ক্ষমা ও ছাড় ।
সেরা জান্নাত উপহার,
যুবক যুবতী সংগী অরুপ বাহার,
সপ্ত রসে ভরা রংগী রুপসী দারুন মজাদার,
করে যাচাই বাছাই ও ওজনটার,
চলন বলন কাজ আর মন মনন ও মানষিকতার,
শেষ বিচারে কার হলো সাফল্য বিজয় আর কারইবা ভরাডুবি পরাজয় ও হার,
ওরে এমনই কুদরত ও শান দয়া ও দান, ঐ মহান দাতা রাজা ও তার মহা রাজদরবার ॥