সলা করে তারা দুজনে,
একবার,  তা জেনে দেখা দরকার,
চার দেয়ালে অনেক রলাম ভাল লাগেনা আর,
কেমন হয় মুক্ত স্বাধীন ঐ বন্য জীবন ।
যেই কথা সেই কাজ,
কিসের ভয় কিসের ইবা দ্বিধা লাজ,
একদা সকালে,
চুপচাপ কাউকে কিছু না বলে,
বের হয়ে গেলো তারা এক সাহসী ভ্রমনে ।
আসলে কেউ ওরা ভাষাহীন নয়,
হলে গবেষন, পেলে তাদের আসল পরিচয়,
ভিনদেশী ভিন জাতীর মানূষ ও পশু পাখীদের নিজ নিজ ভাষা ভিন্ন রকম হয়,
তাই বুঝি কারোটা কারো কাছে মোটেও বোধগম্য নয় ।
এক শিশু মনিব,
আর অনূগত বয়স্ক ভৃত্য,
দুজনে গোপনে তাদের কথা হয়,
খুব ভালো বন্ধু তারা দুজনে দুজনার,
একজনের মাথায় শুধু ভালোবাসা আর দায়,
অন্যজন পরম আস্থাভাজন, নির্ভরতায় ও নির্ভাবনায় ।
সারা দেশময় সাড়া পড়ে যায়,
সবাই অবাক, জনতার মোখে মোখে কত কথা,
বিস্ময়ের নাই শেষ,
সবার চেহারায় ভাবনার লেশ,
একই কথা একই প্রশ্ন, তারা গেলো কোথায় ।
তিন বছরের এক কন্যা শিশু
আর ঐ বাড়ীটার প্রহরী বৃদ্ধ কুকুর,
বিশ্বাসী এক বন্ধুকে তার পাশে পাওয়ায়,
সকলের অজানায় ঘর হতে সে বের হয়ে যায়,
এ অভিযান, অন্য এক নব জীবনের স্বাদ নেবার বাসনায়,
নির্জনে একায়,
নিখোঁজ নিরুদ্দেশে দারুন মজায়,
একটানা তাদের ষোলঘন্টা কেটে যায়, ঐ বনপাহাড়ের নিরব নিঝুম আংগীনায় ।
ছিল সে এক আজব ভ্রমন,
পরখ করে দেখা, কোনটা বড়, ঘর ভালো না বন,
সময় কাটাতে ইবা লাগে কেমন,
কোনটাতে বেশী সুখ, বেশী মজা, বেশী বিনোদন,
যার একটা অসীম আর, অন্যটাতে সীমানার ঘের, রয়েছে কত বাধা আর বাঁধন ।
আমি তারে শুধালাম,
রে বাছাধন, করলি এটা কেমন কাম,
বলে সে হেসে, ডিজিটাল এ বিশ্বটারে চমকে দিলাম,
কার সংগে মিতালী হয়, আর কে যোগ্য নয়, হবার প্রিয় সাম,
কার উপর হওয়া যায় কতটুকু নির্ভর,
মানূষ যখন, হয়ে যায় এমন, নির্মম ও বর্বর,
পশুরা হতে পারে কিনা, বিশ্বাসী বন্ধু ও ভালো সংগী অনূচর,
তাই অবশ্যই ভাই জানা দরকার কে বেশী আপন কে দূষমন কেবা পর,
কেমন ঐ বন্য জীবন, কতটুকু তা সুন্দর ও মনোহর তা ভালভাবে যাচাই করে দেখিলাম ।
আমাদের চোখে যারা বন্য ও ভাষাহীন,
তবে কি তারাই সেরা ও ধন্য, নাই বলে তাদের সৃষ্টির কাছে কোন দায় ও মনিবের কাছে কোন ঋন ॥