বিজয় দেশের যাত্রী আমি  উড়ব আকাশ গাইবো গান
মাটির দেশে ফুল ফোটাবো ভেদ করিব পবন বান
মেঘের উপর উড়বো আমি রঙিন হাওয়ায় পাল তুলে
অগ্নি হব বিজলী বেসে ভয় দেখাব মন ভুলে
লাজুক রূপের বৃক্ষ হব আধার বুকের জোনাক মেলা
প্রজাপতির রঙিন ডানায় দুলব আমি স্বপ্ন ভ্যালা
আধার রাতের চন্দ্র হব কান্না বুকের সান্তনা
তারার মাঝে ফুল ফোটাবো মুছবো যত যন্ত্রণা
পাগল ভেসে শিশুর হাসি লুটায় মাটির প্রান্তরে
শিশুর হাসি আমার হাসি মুক্ত পাখির অন্তরে
প্রভাত বেলার মুক্ত হাসি হব পাখির কল্লোলে
কুসুম কিরণ রূপটা আমি শীত সকালে রোদ জলে
পাহাড় দেশের ঝরনা আমি বৃষ্টি হয়ে  ভিজবো গা
পথ হারা বো সাগর দেশে মুক্ত হব সর্বদা