কহি শুনিল সান্ত্ব শির
আঁখির নিথর শিশির ভির
দার কষে যায় নীরের ছায়ায়
পথ হারানো ভয়ের মায়ায়
দুর দেখি আজ সুরের ভেশে
অচিন রাজার অচিন দেশে
পাখির সুরে সকাল দেখি
শিশুর মুখে সপ্ন আঁকি
ফুল তুলি আজ ভোমর ভেশে
আঁকবো আঁকাস মাটির দেশে
নীরের ছায়ায় দুলছি সবে
দাঁড় টানি আজ বিন্দু প্রানে
খুলছে আঁকাশ  চুপটি কিরণ
ক্ষন গণনার প্রোভাত বরণ
উজান ভেসে নীরের চলন
পূবাল হাওয়ায় দাড়ের কশন
বিজলি ভেসে দাড় টেনে যা-ই
গাত্র নীরে তীরটা যে পাই
পাল ফেলি ক্ষন পারের কেশে
নোঙ্গর ফেলি সপ্ন দেশে