শিক্ষিত জাতি
তবু জ্বলে না বাতি
কোন সে কারণ
বলো কি তার ধরণ?


খোকা আমার
জানতে চায়
সবাই তো শিক্ষা পায়
তবুও কেন মোরা
অন্ধকারে থাকি?


বলি খোকা শুনো
সব শিক্ষা, শিক্ষা নয়
সব দীক্ষা, দীক্ষা নয়
শিক্ষা খাতের নীতি
চাপাপড়া দুর্নীতিতে
কলঙ্কিতও হয়।


সুশিক্ষার অভাবে
এখন শিক্ষা খাতে খড়া
সুশিক্ষা এখন তাই
দিচ্ছে না আর ধরা।


মহৎ এই শিক্ষা খাতের
পচনধরা গাত্র
শুধরে দিতে পারে শুধু
নৈতিক কোন পাত্র।


নৈতিকতার শিক্ষা আর
পারিবারিক বন্ধন
শিক্ষা খাতের
বেড়াল তাড়াতে
এখন বড়ই প্রয়োজন।


খোকা তোরা যদি
ধরতে পারিস হাল
পচনধরা এই গাত্র
দুর্নীতির কালো মন্ত্র
থাকবে না আর কাল।