মুহাম্মাদ,
তুমি ধরার সওগাত।
সদা উচ্চ হোক,
তোমার পাক যাত।
নও কেবলি,
কায়েদ আরবের।
বরং রাসুল
তুমি সকলের।।
দূরিলে ভেদ,
আনিলে অভেদ।
চরিত্র নয়,
যেন চাঁদ সফেদ।
দূর বা কাছের,
সকলি হৃদের।
সৃজিলেক ভাই,
সৃজিলেক মায়া।
সৃজিলেক বীর,
সৃজিলেক হিয়া।।
পেলে কুরআন,
পেলে শাফায়া।
পেলে কাওসার,
দিলে আবনা।।
নিন্দ করেছে,
পশু হায়েনা।
তাইতো রব,
দূর করে সব।
দ্বিধা ভয় শংকা,  
করলেন আয়না।
সেই আয়না,
মুমিনের গহনা।।