ছোট ছোট মুহূর্ত ছোট ছোট ক্ষণ,
ধীরেধীরে  বয়ে যায় নদীর মতন।
অলস বেহুদায় না কাটুক কোন ক্ষণ,
ছোট ছোট মুহূর্ত  দিয়ে গঠিত জীবন।
অলস বেহুদায় কাটবে যার ক্ষণ,
অপমান লাঞ্ছনায় ভরবে তার জীবন।
পিতা মাতা ভাই কিংবা পরিজন,
সকলের তরে ঘৃণ্য সে জন,
বেহুদায় কাটে যার প্রতিটি ক্ষণ।
বেহুদায় না কাটুক কোন
একটি মুহূর্ত কিংবা ক্ষণ,
ছোট বড় যা কর
তাতে দাও ধ্যান মন।।