ছন্দ, তোমাতে আছে
অশেষ লীলা রঙ্গ।
কেউবা ডাকে ঝর্ণা,
আবার কেউবা বন্ধা।
জন্ম তোমার আদিতে
বংগে, ধামালি হতে
গায়ত্রী চর্যাপদে।
তবুও তুমি অজানা,
তোমায় লাভে আনমনা।
নজরুল থেকে রবীন্দ্রনা,
দিয়েছে অশেষ মূর্ছনা।
কেউ করেছে সাথী,
কেউবা তাতে গতি।
কেউবা আবার উলটে
পড়ে, রাতদিনে অতি।।