জীবন সেতো মোহনা,
যেথা গিয়ে মিশেছে
নহর ও নর্দমা।
কেউ পায় নহর ও হূর,
সেতো শরাবান তহুর।
আবার কেউ পায় নর্দমা,
তারি জন্য রয়েছে
দু:খ, কস্ট- যন্ত্রণা।
কেউ পায় পুষ্পশয্যা
আবার কেউ বা কণ্টক,
চার আঙুলের কপাল
কারো জন্য অস্টক।
শয্যা বল, কপাল
বল, স্বাদ যে ভিন্ন!
ছোট বড় সকলি
হয়ে যায় বিপন্ন।
কেউ দেখে গোলাপ ফুল,
আবার কেউ বা নজরুল।
ফুল ও নজরুল,  উভয়েই
পরীক্ষা সমতুল।