আমি রাজ কবি,
কীর্তন করি বেশ।
হাসি খেলি গাই,
নেইকো সুখের  শেষ।।
এনাম নিই- বিলাই,
প্রশংসা ও বেশ।
ঘটাই সমাবেশ,
কবিকূল গায় বেশ।।
কোন এক জোশে
রাজ সভাসদে,
আমীর - উল- শাইর
কহিলেন হেসে।
আমারি মস্তক
কচুকাটা হোক,
রাজ চরণ পাকে।
কহিলেন রাজ
আজি সাক্ষী থাক,
ওহে সভাসদ!
ভৃত্য সদা পাক
লাল গোলাপের বাগ।
এসব দেখে বাক
হারিয়ে, দেশের
কবি হন দরদী ।
দেশের তরে যান
এগিয়ে, সাগর
পানে পাল লয়ে ।