নতুন গন্তব্যে, জ্ঞানবান হতে ;
ছুটেছিলাম সাধকের প্রান্তরে।
সংগী হলেন,  বাপসম হাফেজে
কোরআন। পড়াতেন - শিখাতেন, চলতে
ফিরতে হাট -ঘাট, বাস বাজারে;
সকাল রাতে,  সকল কাজের মাঝে।
হেসে খেলে পড়ে, যায় এভাবে,
দিন মাস বছর তিনেক। এখানে,
আনমনে প্রতিজনে বের হবে ,
যেন নতুন চন্দ্র অভিযানে!
জ্ঞান- কোমলতা আর চরিত্রে,
নেই জুড়ি, নেই উপমা ; নেই তারে
ধরার সিড়িরে। মৌমাছির হুলে,
ভয় পেয়ে মধু ফেলে ; আজ তারে
ভাবি,  দেখি স্বপ্নের কল্পনাতে!!