তোমাকে ভালোবাসি বলেই আজ এতোটা কষ্ট পাই ।
বড্ড বেহায়াও হয়েছি বটে !
দেখো না কীভাবে নির্লজ্জের মতো দাঁড়িয়ে থাকি,
দূর থেকে দেখি তোমাকে ।
কাজল কালো একজোড়া চোখ, আর হাস্য-চেহারা
ধনুক থেকে ছুটে আসা তীরের মত ধেয়ে আসে ।
ক্ষণিকের মত মূর্ছা যায় আমার হৃৎপিণ্ড,
হৃৎস্পন্দন স্লো হয়ে যায় আর ঢোলকের শব্দ ভেসে আসে ভেতর থেকে ।
নিজেকে বোঝাই, এভাবে কাউকে ভালবাসতে নাই ।
তোমাকে বলতে চেয়েছি অনেকবার,
সামনে অনেকদূর এগিয়েও বেশিদূর এগোতে পারিনি,
পা দুটো কেঁপে উঠেছে বারবার ।
ঈশ্বর জানে, আমার উপর বিক্ষিপ্ত কুত্তা শিয়ালগুলোও জানে
কতোটা ভালোবাসি তোমাকে ।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি বলে ইঞ্জিনচালিত বাস-ট্রাকগুলো
আমাকে করে হর্ন বাজিয়ে ।
ধুলোবালি মাখিয়ে দেই আমার পুরো শরীরে ।
বোঝো না তুমি এগুলো ! নাকি সিল-গালা লাগানো তোমার হৃদয়ে ।
বোবা টানেল দেখেছো কখনো ?
সেখানে কীভাবে কপোত কপোতীরা হেঁটে যায় ।
নিস্তব্ধ নীরব পরিবেশ, মৌনতায় ভালোবাসা-বাসি ।
সেখানে দেহের দূরত্ব থাকে নেহাতই অল্প,
কিন্তু মনের দূরত্ব খুব একটা বেশি থাকে না ।
জানো, আমারও ইচ্ছে করে তোমার গায়ের গন্ধ শুঁকতে ।
বোবা টানেলের সাইড ঘেঁসে আঙ্গুলে আঙ্গুল ছুঁইয়ে পাশাপাশি হাটতে ।
বাস্তবে বোবা টানেলের পথটুকু অনেক দূরে
জানিনা বোবা টানেলের দেখা মিলবে কতদিনে, নাকি আদৌ মিলবে না !
তোমার সাথে কথা বলা হয়নি কখনো,
তাইতো আমি ঈশ্বরের সাথে কথা বলি ।
নতজানু হয়ে সিজদা ঠুকেছি,
বারবার মিনতি করে জানতে চেয়েছি,
তোমার চোখদুটো এতো মায়াবী কেন !
কেনই বা দু ফোটা জল তোমার চোখে দেখলে
পুরো বঙ্গোপসাগর ঠাঁই করে নেই আমার চোখে !
ঈশ্বর কোন প্রত্ত্যুত্তর দেয়নি,
বিনিময়ে এক আকাশ ভালোবাসা বাড়িয়ে দিয়েছে তোমার প্রতি ।
শুনলে হয়তো অবাক হবে,
যে চোখদুটোর জন্যই আজ এতো অনুভূতি,
তোমাকে কাছে পাওয়ার এতো অভিলাষ ।
সে চোখ দুটোতেই বারবার আমার ভালোবাসা অপদস্থ হয় ।
নিজেকে মরতে দেখি আর অন্য কারো উচ্ছ্বাসিত প্রতিচ্ছবি দেখতে পাই ।
=========================================
এ, এস, এম নাসিম (Abu Nasim)
রাত ১১.৪০ মিনিট (লেখার সময়)
৬/৮/২০১৭ ইং ।