আজ গম্ভীর মেঘের চন্চল বর্ষনে
আমি আসিব বন্ধু তোমার বাড়িতে
খুলে দিও দ্বার; অতি সঙ্গোপনে
ভিজব মোরা ছন্দ বেশে
উত্তাল দোলা লাগবে দুই আত্মাতে ।।।



আজ লাজরাঙ্গা এই গোধূলী প্রান্তে,
মোরা সঙ্গ মেলাবো মেঘ বালিকার সাথে
একলা নিশীথে ।।।



তুমি চুপি চুপি ডাকবে আমায়
ভাঁসাতে স্বপ্নের রাঙ্গা তরী
জলের খেলায় হারাবো দুজন ; দূর অজানায় ।
অমৃত স্বর্গে খুঁজে নিব ঠিকানা,
কভু, আসবনা আর ফিরি ।।।



আজ রংধনু উদিত দুর গগনে,
বসেছে বৃষ্টি-রোদ্দুর মেলা ।
এরই মাঝে ঠাঁই নেব দুজন নিরুপনে
মাতাল জলরাশিতে ভাঁসব দুজনে,
আষাঢ়িয়া বর্ষনে খেলব নব প্রেমলীলা ।।।