হে বঙ্গ,
নাহি কিছু মোর
ভুবন ডাঙ্গায় নিঃস্ব আমি
তবুও আমি
আপন স্বপ্নে বিভোর ।



দূর দ্বীপে জাগ্রত আলোকশিখা
অগ্নিশিখায় লুকোয়িত লালিমাকরেখা
দেখেছি আমি লালসার কোন্দল
মন ভরে যায়,
সৌন্দর্য্যের হুড়োহুড়িতে মোর
অজানা ফিরে দেখা ।



দুর-পরবাসে এগিয়েছি বহুদূর
কর্ম-কোলাহলে বদ্ধ স্বদেশ ফিরে দেখা
অশ্রুফোটা জমেছে নয়ন মাঝে
আমি ফিরে যেতে চায় বঙ্গে
নতুন আশায় জাগবে স্বপ্নরেখা ।