বেখেয়ালে কতগুলো জোৎস্নারাত্রি পেরিয়ে গেছে,
হিসেব রাখিনি,প্রত্যেকটা রাত নির্ঘুম কেটেছে ।
আজকাল নিজেকে খুব আলসে লাগে,যাচ্ছেতায়...!
দিন আর  রাত মিশে গেছে, সকালের দেখা নাই ।
তুই পাশে নাই, যাতনাগুলো খুব বেশি পোড়াচ্ছে ।
আমার আমিতে আমি নাই, কষ্টগুলো বাড়ছে ।
ঘুমোতে গিয়ে ঘুম আসেনা,জেগে জেগে স্বপ্ন দেখি ।
কত কিছু আসে মনে, কল্পনাতে শুধু তোকে আঁকি ।
গোমরামুখী তামাটে ধোয়ায় ছেয়ে আছে চতুর্দিক ।
একটুখানি সুখের খোজে ছুটছি আমি দিকবিদিক ।
=============================
(অক্ষরবৃত্ত ছন্দ)
@আবূ নাসিম