ধূসর তুফানে ঢেউ জেগে উঠে পথে,
সে পথে করুণাময়, দয়ালু আমার পরিচালক হয়।
শ্বাপদসংকুল এ নীলে বিপদ আসে যেকোনো সময়,
তবু আমি না হারাই, মহান রব থাকেন পাশে সবসময়।
আমি মুসলমান, আমি বিশ্বাসী,
আমি জানি মরণ আমার অনিবার্য।
মহাকাল তুমি কি জানোনা?
তোমার আর আমার রব একজন!
মুক্তির হদিসে চলি পথ,
আর এ পথের দিশারী সদা আমার প্রতি করুণাময়।
হক আর বাতিলের এই কালো মেঘে যখন অশ্রুসিক্ত হই,
মহাকাল শান্ত হও, শোনো আমার মালিক দয়া করেন সবসময়।
মহাকালের পথই আমার পথ;
মালিকের থেকে মালিকেরই বাগানে।
আমি ভালবাসায় আবিষ্ট এ মহান সত্ত্বার, যিনি চিরঞ্জীব, প্রেমময়।