দুঃখের রঙ কেমন হয়?


কবিরা তার গায়ে নীল চড়িয়ে দেন।
তবে আমার কাছে লালটাই যৌক্তিক মনে হয়।


কবিরাই তো লেখেন, বেদনায় হৃদয়ে
রক্তক্ষরণ হয়। রক্তের রঙটা কি নীল?


আমি তো দেখি লাল।
নাকি কবিদের আলাদা চোখ আছে,
যাতে ভাষ্মর হয় রক্তের আরেকটি রঙ-নীল?


আমি লক্ষ্য করেছি, দুঃখে কবির মুখও কখনো
লাল হয়। তবে এটা ঠিক-
নীলে কেমন মাধুর্য আছে। যেমন আকর্ষণ করে
মধ্যাকর্ষণ শক্তির মতো।
সেই আকর্ষণই কি কবির কাছে
দুঃখকে নীল রঙে চিত্রায়িত করে?