গদ্য ও গদ্য কবিতার মাঝে পার্থক্য কী? গদ্য কবিতায় যে ছন্দের দোহাই দেয়া হয়, মানসম্পন্ন গদ্যেও তো আমি তেমন গভীর ছন্দ দেখতে পাই। কোনো গদ্যই তো ছন্দ থেকে মুক্ত নয়। তবে সব গদ্যই কি গদ্য কবিতা, না গদ্য কবিতা বলতে কিছু নেই?
বড় কবিদের যেসব কবিতাকে গদ্য কবিতার উদাহরণ হিসেবে পেশ করা হয়, অক্ষরবৃত্ত ছন্দে তাকে সহজেই ফেলা হয়। তাহলে আমার যুগের কবিরা ছন্দ ও অন্ত্যমিল থেকে মুক্ত হতে চেয়ে যেসব গদ্য কবিতা লেখেন, সেগুলো আসলে কী? এটি কি কবিতাশিল্পে নতুন সংযোজন, না কবিতাশিল্পের মুখে কালিমা লেপন?
গদ্য কবিতার সফলতম কবিদের তালিকায় জীবনানন্দকে সামনে রাখা হয়। তিনি কবিতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, উপমাই কবিতা। তার বিখ্যাত কবিতাগুলোতে উপমা দেখা গেছে অনেক। কিন্তু আধুনিককালের কবিদের কবিতায়, বিশেষ করে গদ্য কবিতায় তার উপস্থিতি খুবই কম। তবে কিসের জোরে এমন ‘সাদামাটা’ বা দুর্বোধ্য কথামালা কবিতা হয়ে ওঠে?
প্রত্যেক কবির কবিতায় আছে আলাদা স্বর। কবিতা পড়ে কবির নাম না জেনেও অনেক ক্ষেত্রে বলা যায়, এটি কার কবিতা। সমকালীন কবিদের কবিতায় তেমন স্বর দেখা যায় না। তবে কবিতা কিসের বলে হয়ে ওঠে?
কবিতার কথাগুলো সাধারণের মধ্যেই অসাধারণ হয়ে থাকে। পাঠকমাত্রই ভেবে থাকেন, আমিও তো এমন কথাই বলতে চাই। ওই সাধারণের মাঝে অসাধারণের টানেই মানুষ কবিতা পড়ে। কিন্তু আধুনিককালের গদ্য কবিতায় ওই অসাধারণ ভঙ্গি আছে তো?
গদ্য কবিতা আসলে কী? গদ্য কবিতা আপনার দৃষ্টিতে কোন বৈশিষ্ট্যে ভাস্বর বলে আপনি মনে করে, একজন গদ্যকবিতার কবি হিসেবে আপনি বিষয়গুলোর শেয়ার করতে পারেন। ধন্যবাদ।