তব মুখী হয়ে আছি
অভিমানে চলে যাওয়ার সময়ও
যেন পেছনে ফিরে দেখতে পাও
এক আকাশ তৃষ্ণা নিয়ে
তাকিয়ে আছি তোমার দিকে।


জানি, চলে গেলেও
তোমার ফিরতে হবে
অবশ্যই ফিরতে হবে
অন্তত এ আশঙ্কায়-
বেদনায় একটি তৃষিত বুক
হয়ে যাবে চৌচির।


তবে কী লাভ বলো
এই মিছেমিছি অভিমানের?
ফিরতেই যখন হবে
দূরে গিয়ে কষ্ট কেন দাও?
নাকি এই অভিমানেই তুমি
শান্তি পাও। দূর কর ক্লান্তি।