এ জীবন তোমার কাছে অনেক ঈর্ষণীয়
ভাবো, বেশ ভালোই পার করছি জীবন,
সত্যি বলি, আমার মোটেই আগ্রহ নেই তাতে।


কেন নেই, জানো?


এখানে আমার খুশীর সংবাদ প্রকাশের অধিকার নেই,
নেই মনের কথাগুলো কলমে প্রকাশের অধিকার।
তবে কীভাবে আগ্রহ থাকতে পারে এ জীবনে?


আজ কত বড় একটি সুসংবাদ এলো জীবনে,
ইচ্ছে তো হয় তোমাকে জানাই। কিন্তু জানো,
এ সংবাদ প্রকাশের পর আমার জীবনে নেমে আসতে পারে
খড়গহস্ত এক অমানিশা। আসতে পারে নানা নিষেধাজ্ঞা।
আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞাও যার সামনে তুচ্ছ।


হতে পারে আরো অনেক কিছু।


জীবনের এমন একটি শুভ মূহুর্ত প্রকাশ করতে পারছি না।
বেদনার আর কী থাকতে পারে সাত জনমে?


জানতে চাও, কেন পড়ে আছি মাটি আঁকড়ে?


সত্যি, কেবল তোমার মুখপানে চেয়ে।
এখানে তুমি থাকো, থাকে আমার ভালোবাসা।
এজন্যই কেবল এখানে পড়ে থাকা।