বুকের কার্নিশে দাঁড়িয়ে
মাঝে মধ্যে দেখি
তোমার পার হওয়া,
কুটির পেরিয়ে প্রাসাদে
ডালিম ফুলের মতো
তোমার মেলে যাওয়া,


বিশ্বাস করো, আমারো
বিষম ভালো লাগে।


জানি, প্রাসাদে আনন্দ নেই
সেখানে নেই অন্তর,
তবুও তোমার অন্তরীণ হওয়ার শখ
তাই মন খারাপ করিনি।


কখনো যদি অনুশোচনা জাগে
আমায় লজ্জিত করো না,
আমার মতো তখন তুমিও
মন খারাপে যেয়ো না।