আমার গাঁয়ের আঁচল ধুয়ে
বইছে নালু নদী,
সরু হয়ে এঁকেবেঁকে
চলছে নিরবধি।


ঝোঁপ পেরিয়ে মাঠ ছাড়িয়ে
গড়ায় নদীর জল,
ঢেউয়ের তালে আছড়ে পড়ে
কল কলাকল কল।