অপেক্ষায় ছিলাম-
কবে আসবে!


কত কঠিন সে প্রহর-
বুঝবে না তুমি।
মাকাল না খেয়ে
বুঝা যায় সে বি-স্বাদ?


ঝিনুককে জিজ্ঞেস করো-
কেমন যন্ত্রনা জাগে
এক ফোঁটা বারীর জন্য!


জিজ্ঞেস করো চৌচির মরুকে-
কত হাহাকার জমাতে হয়
এক পশলা বৃষ্টির জন্য।


জিজ্ঞেস করো তাদের-
জেনে নিও বাস্তবতা।
জিজ্ঞেস করো না আমায়।


ভেতরের উত্তাপে তুমিও
যদি হও দগ্ধ,
কে জোগান দিবে আমার
অনলের কাঠখড়ি?