আমার হয়েছে জ্বালা,
সারাদিন নাকি রাত নিয়ে ভাবি
রাতে নাকি খুঁজি দিনের চাবি
বললো কাজের খালা ।


আমার হয়েছে জ্বালা,
সময়ের চাদর বিছানার উপর
নিদ্রা আমাকে করেছে বিভোর
ডাকছে স্রোতের নালা ।


আমার হয়েছে জ্বালা
ফতোয়ার টানে সকালে বিকালে
কখনো আবার রাত্রি পোহালে
ভরাট বাহির চালা ।


আমার হয়েছে জ্বালা
কবিতায় নেই হিতাহিত জ্ঞান
লেখালেখিতে ছেড়ে গেছে ধ্যান
বলেছে ভায়ের শালা ।


ছাড়িয়ে সকল জ্বালা
খুলে নিয়ে কালের চাদরের ভাঁজ
ছেড়েছুড়ে দিয়ে দিবসের কাজ
আমার লেখার পালা ।