#আমার স্বপ্ন


স্বপ্নটা তোমার পোশাকেই লেগে ছিল
আমার বিভ্রম আজও
স্বপ্নটা আসলে তোমার না আমার…


আমি বলেছিলাম, একটা বাগানের প্রয়োজন,
আর দুজনেরই কিছু অবকাশ ছিল
চাষযোগ্য জমির সন্ধানে৷


তারপর রোপণযোগ্য ভূমি নিয়ে তুমি
অবশ্য সমান অধিকার রেখেছ আমার জন্যেও৷
অনেকগুলো ফুলের চারায় শোভিত বাগানটা,
কিছু বনফুল যদি কাননে ফোটে
তা স্বপ্নকে রাঙাবে বই কি ৷


এইতো কটাদিন বাদে আজ
ঢুকেছিলাম আমার কুসুম বাগে ৷
অনেকগুলো ফুলের গন্ধমাদকতায়
শুধু মোহিত হলাম
অনেকটা খুশির সাথে ৷


নাম না জানলে কি ফুল সুবাস ছড়ায় না?
এমন ইতিহাস নেই, নিয়মও নেই৷
তাই ফরমান থাক বা থাক
সুবাস নিতে মানা নেই ৷


ভাবতে গিয়ে সময়ের পিঠে সওয়ার হইনি
হয়তো তুমিও আমার মতোই
বিচিত্র মনোরম এ পুষ্পদল
আমাদের কুসুম কানন,
তোমার পোশাকে লেগে থাকা
আমার স্বপ্ন ৷


২৫১১২০১৭
দেবগ্রাম