তোমার-ই ভুবনে তোমার-ই সৃজনে
ভরেছো জমিনে ভরেছো গগনে
কত রঙে রঙিন, সৃষ্টি অমলিন
শীতলতা আনে আমার দু-নয়নে ৷


পশু পাখির জীবনে মানুষের মননে
রকমের বরণে হায়াতের প্রয়োজনে
ভরে দিলে তুমি ওহে অন্তর্যামী
এত স্নিগ্ধ সবুজ তোমার-ই কারণে ৷
তোমার-ই……………………


ভবে আসা যাওয়া, না চাইতে পাওয়া
আদম ও হাওয়া, যত জান্নাতি মেওয়া
কত যে মেঘমালা, বিচিত্র গাছপালা
করিছে গুনগান তোমার-ই স্মরণে ৷
তোমার-ই………………………


সকাল আর সন্ধ্যা, জুঁই রজনীগন্ধা
দুখ আর সানন্দা, দর্শনে যে অন্ধা
সবই তোমার রাজে এই দুনিয়ার মাঝে
জপিছে তাসবিহা প্রবাহ পবনে ৷
তোমার-ই………………………


তোমার-ই বন্দনায়, গেঁথে এই কবিতায়
আমার-ই দীনতায়, করজোড়ে ক্ষমা চাই
তুমি হে রহমান, মাফ চাই দয়াবান
সেজদা করি খোদা তোমার-ই চরণে ৷
তোমার-ই………………………