ঈমান নিয়ে  ফিরে যাওয়ার আমৃত্যু অবকাশ
অথচ শূন্য ও বিকল বিশ্বাস নিয়ে তুমি-আমি
লজ্জার ভারে নুইয়ে আসবে ঐ বিশাল আকাশ
মৃত্যুর পর জানি না আমি হবো কোন পথগামী


কিসের আশায় এসেছো বন্ধু এ গরীবের ঘরে
যদি ভাবো পথের সন্ধানে এসেছি তোমার দ্বারে
তাহলে পরিণামে পরিতাপ দেখবে তুমি পরে
আমার সত্ত্বা ডুবেছে বন্ধু নিকষ কালো আঁধারে


পদধূলি দিয়েছো যখন, রাখতে হবে মিনতি
অধমের ক্লিষ্ট কথনে রাখতে হবে কিছু ফুল
বলতে হবে অধমে আজ কেন এত অবনতি?
কোন পথে সরাবো আমার অতীতের যত ভুল?


মারহাবা! পথিক বন্ধু আবার এসো এইখানে
একটু বলো কী বুঝেছ আমার কবিতার মানে?


০১০৫২০১৯
কুলগাছি
(কবিতাটি আমার পেজের অ্যাবাউটে দেওয়ার জন্য লিখেছিলাম ৷ পরিসর দীর্ঘ হওয়ায় গৃহীত হয়নি ৷