বয়ে চলেছে কালের চক্র
বসে থাকোনি তুমিও
তুমি বয়েছিলে মায়া
যাত্রীর পরিশ্রান্ত ঘাম
আদর্শ আর নৈতিকতা
অত্যাচার বিরোধী শ্লোগান ৷
আমি তোমার মতো পারিনি
বয়েছিলাম সভ্যের সমরাস্ত্র
বিস্ফারিত বারুদ আর আগুন
মায়াহীন নির্দয় নিষ্ঠুর মন
আর কতক জ্বলন্ত মিথ্যা ৷
সভ্যতার মেশিনে তুমি ব্রাত্য
তুমি মহাভারবাহী ব্যর্থ, শূন্য
অথচ কত সহজেই আমি
তোমাকে হারিয়ে দিলাম
সময়ের চাদরে লেখা হলো
শুধু আমার জয়গান ৷