শব্দগুলোর তীক্ষ্ণতা ও বিন্যাস অনুযায়ী-
মূল্য পাবে লেখকের সাগর সেচা রতন,
কন্ঠনালীর সুর হোক কিংবা শিল্প কথন
যে পথ‌ই হোক; হতে হবে হিদায়েতবাহী।


ফজরের উপত্যকা দেখি জনহীন প্রায়
কোটি কন্ঠে গেয়ে যায় সব দিনের পাখিরা
কোথাও অযত্নে পড়ে থাকে মনি-মুক্তা-হিরা
তথাপিও ফুরোয় দিন আঁধারের সীমায়।


'সময়ের চাদরে আঁকা অহেতুক আল্পনা
এই ভেবে বার বার গুটিয়েছে আপনাকে;
সাধারণ মমতায় গড়েছো যে লেখাটাকে
হতে পারে তার প্রতিদান মোটেও অল্প না।


কালের কণ্ঠে কান দিও না তুমি বন্ধুবর
ভাঙা কলমে পূর্ণ হবে জ্ঞানের সরোবর।


13092020
বসিরহাট