এক সন্ধ্যায় ঋতুর কবিতা নেমেছিল নৈশব্দে
কালো সামিয়ানার নীচে তখন কেবল আঁধার
সেই অন্ধকার মাড়িয়ে দিন আসবে কোন অব্দে
হারানো স্লোগান প্রতীক্ষা করে আবার হারাবার।


বির্যহীন শৌর্যের প্রতাপ দেখায়; লন্ঠনে জ্বলে
প্রাচীন সাধনা, সিংহ রূপে শৃগালের প্রতিরূপ
বীর কেশরী ঘুমায় যমানার আস্তিনের তলে
সত্যের সমাধীর পাশে কাঁদে কেউ, জ্বালে ধূপ।


ঋতুর চিত্র বৈচিত্রময়, সৃষ্টির সোনালি যোগ
অথচ একটা সন্ধ্যা রাত পার হতে পারছে না
জাতির ভগ্নাংশেও বাসা বেঁধেছে বিচ্ছিন্নতা রোগ
‌কাছেই সকাল স্বপ্ন হয়ে ঘোরে কিন্তু পৌঁছয় না।


নিস্তব্ধ নৈশ ভ্রমণের জন্য পথ হাঁটা শুরু কবে!
জাহেলি রাত পেরিয়ে ঐ সকালে পৌঁছতেই হবে।


০২০৬২০১৯
কুলগাছি