যেখানে নৈশ নৈসর্গিকতা নেই
সেখানে মনোরমা পতিত নুড়ি
রোদ ক্লান্ত হলে তৃণভূমি রোমাঞ্চিত হয়,
সবুজ গালিচায় যে মৃত্যু লেখা
তার দাফন ভাগাড়ের ভূমিতে নয়
মূর্ত চিন্তা অলীক আর মাংস মৃত্যুর সহদরা
যদিও তা মরুভূমির আলেয়া
বিকেল দুমড়ে মুচড়ে আসে এক মাথা অন্ধকার
গাছটা অধৈর্য হয় না, শুধু ছায়া দেয়
তারপরেও বাঁচে না;
সত্ত্বা বিদেহী হলে আর কি বাঁচে?


মনোরমায় কিছু জীবনও থাকে
যুগ-যুগান্ত তারা বাঁচে স্রষ্টার মহিমায়
অন্ধকার তাদের বয়ে আনে
গাছ সমৃদ্ধ হয় পুষ্পে-পল্লবে ৷