মৃত্যুর পথ আগলে কেউ দাঁড়ায়নি
মরণ কোন বাঁধাই তোয়াক্কা করে না
মউতের সঙ্গে সততা, ন্যায়ের সম্পর্কটা…
হয়তো আবশ্যিক সম্পর্ক নয়; তবুও


মৃত্যু কাছে এলেই মনে পড়ে অপরাধগুলো
মনে হয় অর্থের প্রাচুর্য অহেতুক বিড়াম্বনা
খুব ইচ্ছে করে আপদমস্তক সজ্জন হতে
যথাযথ অধিকারীর প্রাপ্য প্রদান করতে


একটা প্রাণের মৃত্যুর অনুভব একবারই
সে অনুভূতির ভাগ নেই, অংশীদার নেই
জীবনের বিভিন্ন পর্যায়ে শোভিত করেছেন
পিতা-মাতা, স্ত্রী-পুত্র ও অপ্রত্যাশিত সুধীজন
ভাগ নেয় না জীবনের অকৃত্রিম বাস্তবতার


অসুস্থতা মৃত্যুর ছায়া হয়ে আসে
আত্মীয় পরিজন বেষ্টিত মৃত্যু কি সুখকর?
পরিজনের পরিচর্যা মারিযের অধিকার
তবে মৃত্যুটা একান্তই তোমার নিজের
আর মৃত্যুই জগতের অকৃত্রিম বাস্তব


মৃত্যুর প্রতিরূপ ধরে নিয়ো নিঠুর আশীষ
সততার পথে, পাপের প্রায়শ্চিত্তে সতর্কতা
মৃত্যুর প্রতীক্ষায় প্রতিটি প্রাণ; আসবেই সে
খুবই কাছে কিংবা অতীব নিকটে; সত্যটা হলো
মৃত্যুর পথ আগলে কেউ দাঁড়ায় না ৷


০৫১২২০১৮
   চাপড়া
(মায়ের আঁচল সাহিত্য পত্রিকা)